মঠবাড়িয়ার লকডাউনে সেনাবাহিনীর খাদ্য সহায়তা

মঠবাড়িয়ার লকডাউনে সেনাবাহিনীর খাদ্য সহায়তা

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় করোনার চলমান পরিস্থিতিতে এবার কঠোর লকডাউন মেনে চলা কর্মহীন অসহায় পরিবারগুলো পেলো সেনাবাহিনীর খাদ্য সহায়তা। এর আগে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বেশ কয়েকদিন ধরে স্বল্প পরিসরে কর্মহীন পরিবারের মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রীর প্যাকেট বিতরণ করতে দেখা যায়।

মঙ্গলবার (৬ জুলাই) দুপুরে দিকে ২৬ হর্স শেখ হাসিনা সেনা নিবাস অধিনায়ক লেঃ কর্ণেল সফিউল আলম (পিএফসি) এর দিক-নির্দেশনায় সেনাবাহিনীর সদস্যরা কর্মহীন,অসহায়,হতদরিদ্র পরিবারের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন। এসময় উপজেলার সাংগ্রাই ও গোলবুনিয়া গ্রামে জেলে পল্লী এলাকায় শারীরিক দূরত্ব বজায় রেখে অর্ধ শতাধিক কর্মহীন পরিবারের হাতে ১০ কেজি চাল ও নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ২৬ হর্স শেখ হাসিনা সেনা নিবাস এর ওয়ারেন্ট অফিসার আঃ জলীল, সাংবাদিক আব্দুস সালাম আজাদী, মিজানুর রহমান মিজু, শাহাদাৎ হোসেন, জুলফিকার আমীন সোহেল প্রমূখ।

২৬ হর্স শেখ হাসিনা সেনা নিবাস এর ওয়ারেন্ট অফিসার আঃ জলীল বলেন, অধিনায়ক লেঃ কর্ণেল সফিউল আলম (পিএফসি) এর নেতৃত্বে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হানিসার মানবিক খাদ্য সহায়তা প্রকৃত উপকারভোগীদের মাঝে এ বিতরন কাজ অব্যাহত থাকবে।