গৌরনদীতে তৃতীয়বারে মেয়র নির্বাচিত হারিছুর রহমান

গৌরনদীতে তৃতীয়বারে মেয়র নির্বাচিত হারিছুর রহমান

তৃতীয়ধাপে বরিশাল জেলার গৌরনদী পৌরসভা নির্বাচনে উৎসবমূখর পরিবেশের মধ্যে দিয়ে নজীরবিহীন নিরাপত্তায় ভোট গ্রহণ শেষ হয়েছে। পৌর সভার ১৪টি ভোট কেন্দ্রের প্রতিটি কেন্দ্রেই সকাল থেকে শেষ পর্যন্ত ভোটারদের দীর্ঘ লাইন দেখা গেছে। ঝুঁকিপূর্ন কয়েকটি কেন্দ্রে কাউন্সিলর প্রার্থীর মধ্যে টান টান উত্তেজনা থাকলে কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই নির্বাচন শেষ হয়। নৌকার মার্কার মেয়র প্রার্থী মোঃ হারিছুর রহমান তৃতীয় বারের মত বিপুল ভোটের ব্যবধানে মেয়র নির্বাচিত হন।  মোঃ হারিছুর রহমান ২৩ হাজার ২শত ৭২ ভোট পান এবং বিএনপির জহির সাজ্জাদ হান্নান ৬শত ৭৯ ভোট পান। 

বরিশালের গৌরনদী পৌর সভা নির্বাচনে তীব্র শীতকে উপেক্ষা করে শনিবার সকাল থেকেই পছন্দের প্রার্থীকে ভোট দিতে লাইনে দাড়িয়ে থাকতে দেখা গেছে হাজার হাজার ভোটারদের। এরমধ্যে নারী ভোটারদের উপস্থিতি ছিলো লক্ষণীয়। সকাল নয়টার দিকে ৮নং ওয়ার্ডের দিয়াশুর সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে নৌকার মার্কার প্রার্থী মোঃ হারিছুর রহমান ভোট দেয়ার পর জয়ের ব্যাপারে শতভাগ বিজয়ী হওয়ার আশাবাদ ব্যক্ত করেছে। অপরদিকে বিএনপির মেয়র প্রার্থী জহির সাজ্জাদ পালরদী মডেল স্কুলে ভোট দিয়ে বিজয়ী হওয়ার আশাবাদ ব্যক্ত করেছে।  

পৌর সভার ১৪টি ভোট কেন্দ্রে আইন শৃংখলা বাহিনীর সদস্যরা নিছিদ্র নিরাপত্তা দেন। গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস জানিয়েছেন, নির্বাচনকে অবাধ ও সুষ্ঠভাবে সম্পন্ন করার লক্ষে নয়টি ওয়ার্ডে নয়জন ম্যাজিষ্ট্রেট, র‌্যাব, বিজিবি, পুলিশ ও আনসার সদস্য নিয়োগ করা হয়েছে। শেষ পর্যন্ত নির্বাচনী পরিবেশ ছিল উৎসবমূখর । স্মরনকালের মধ্যে সবচেয়ে বেশী ভোটার উপস্থিতি ছিল। 

সরেজমিনে গিয়ে পৌর এলাকার ১৪টি ভোট কেন্দ্রের সর্বত্রই শান্তিপূর্ন পরিবেশ দেখা গেছে। কোথায়ও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। বরিশাল সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ নুরুল আলম বিএনপির প্রার্থীর অভিযোগ প্রত্যখান করে বলেন, নজীর বিহীন সুষ্ঠ, শান্তিপূর্ন ও অবাধ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।