গৌরনদীতে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত-১৫

গৌরনদীতে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত-১৫

বরিশালের গৌরনদী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের দুই কাউন্সিলর প্রার্থী যথাক্রমে খাইরুল খান এবং আ. হাকিম খানের সমর্থকদের মধ্যে দফায় দফায় হামলা ও সংঘর্ষে উভয় প্রার্থীর ৬ নারী সমর্থকসহ ১৫ জন আহত হয়েছে। হামলায় আহত উভয় পক্ষের ৮ সমর্থককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

গত মঙ্গলবার রাতে এবং বুধবার দুপুরে পৌরসভার বড় কসবা ও টরকীর চর এলাকায় এই হামলা-সংঘর্ষের ঘটনা ঘটে। 
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জাানয়, ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী হাকিম খান তার ৪ সমর্থককে নিয়ে গত মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে বড় কসবা এলাকার আবুল বেপারীর বাড়িতে গইসংযোগে যান। এ সময় প্রতিদ্বন্দ্বী খাইরুল খানের সমর্থক রাজীব হাওলাদারের নেতৃত্বে একদল সমর্থক রাতে বাড়ি বাড়ি গিয়ে ভোট না চাওয়ার জন্য হাকিম খানের সমর্থকদের নিষেধ করেন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে বাদানুবাদ এবং হাতাহাতি হয়। এক পর্যায়ে উভয় পক্ষের সংঘর্ষে ৮ সমর্থক আহত হয়। 

এ ঘটনার জের ধরে গতকাল বুধবার দুপুর ১২টার দিকে টরকীর চর এলাকায় উভয় প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে রাজীব হাওলাদার, মিনহাজ বেপারী, মোস্তফা ফকির, জরিনা বেগম, তানিয়া বেগম, শিল্পী বেগম, মুকুলী বেগম, মাসুদা বেগম ও সালেহা বেগমসহ উভয় প্রার্থীর ১৫জন সমর্থক আহত হয়।

ঘটনাস্থল পরিদর্শনকারী গৌরনদী থানার এসআই হারুন-অর রশিদ জানান, সংঘর্ষের পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।