গৌরনদীতে বসতঘরে বোমা বিস্ফোরিত

গৌরনদীতে বসতঘরে বোমা বিস্ফোরিত

গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের নন্দনপট্রি গ্রামে সোমবার দুপুর পোনে ৩টার দিকে বসত ঘরের শোকেজে রাখা বোমা বিস্ফোরিত হয়ে ঘরের আসবাবপত্র ও সামনের বারান্দার বেড়া ক্ষতিগ্রস্থ হয়েছে। তবে এতে কোন হতাহতর ঘটনা ঘটেনি।  পুলিশের ধারনা বোমার কারিগর ঘরের মধ্যে বোমা সংরংক্ষন করে রাখলে গরমে তা বিস্ফোরতি হওয়ার ঘটনা ঘটেছে। 

প্রত্যক্ষদর্শী, স্থানীয় লোকজন ও পুলিশের সঙ্গে কথা বলে জানা গছে, উপজেলার বার্থী ইউনিয়নের নন্দনপট্রি গ্রামে মৃত মোহাম্মদ মৃধার ছেলে কবির মৃধা (৪০)ওরফে বোমা কবিরের বসত ঘরে দুপুর পোনে ৩টার দিকে বিকট শব্দে বোমা বিস্ফোরিত হয়। এ সময় ঘরের লোকজন ও গ্রামের মধ্যে আতংক ছড়িয়ে পরে। ঘটনার প্রত্যক্ষদর্শী বোমা কবিরের বড় ভাই আয়নাল মৃধার স্ত্রী রুনা বেগম বলেন,  ঘরের সামনের বারান্দার শোকেজের শধ্যে বিকট শব্দে কতগুলো বোমা একত্রে বিস্ফোরিত হয়। পরিবারের সদস্যদের মধ্যে আতংক দেখা দেয় এবং কান্না করতে করতে দিকবিদিক ছুটাছুটি করতে থাকে। আমি প্রানভয়ে খাটের নিচে আশ্রয় নেই। বোমার আঘাতে শোকেজটি ছিন্নি ভিন্ন, আসবাবপত্র তছনছ হয়ে গেছে । বেড়ার টিন উড়ে গেছে। পুলিশ জানান, খবর পেয়ে দুপুর সাড়ে তিনটার দিকে ঘটনাস্থলে পুলিশ পৌছে বসত ঘরটি ঘিরে রেখেছেন। বোমা বিশেষজ্ঞ দল আসার পরে বসতঘরে প্রবেশ করে পরীক্ষা নিরীক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া  হবে। ঘটনার পর কবির মৃধা ওরফে বোমা কবির, স্ত্রী সানজিদা আক্তার কণ্যা শিশু নিয়ে আত্মগোপনে রয়েছে। 

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আফজাল হোসেন বোমা বিস্ফোরিত হওয়ার সত্যতা স্বীকার করে বলেন, ধারনা করা হচ্ছে বসতঘরের মধ্যে  সংরক্ষন করা বোমা বিস্ফোরিত হয়েছে। পুলিশ ঘটনাস্থলে রয়েছে ও আইনানুগ ব্যবস্থা গ্রহনের প্রস্তুতি চলছে।