জেলেনস্কির সঙ্গে সরাসরি কথা বলার জন্য পুতিনকে আহ্বান মোদির

জেলেনস্কির সঙ্গে সরাসরি কথা বলার জন্য পুতিনকে আহ্বান মোদির

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনে কথা বলেছেন। ফোনালাপে তিনি পুতিনকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে সরাসরি কথা বলার জন্য আহ্বান জানিয়েছেন।

ভারতের সরকারি সূত্রের বরাত দিয়ে সোমবার বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ভারত সরকারের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, যুদ্ধবিরতি নিয়ে রুশ প্রেসিডেন্ট পুতিন ইউক্রেনের সঙ্গে রাশিয়ার আলোচনার বর্তমান অবস্থা সম্পর্কে ভারতের প্রধানমন্ত্রী মোদিকে অবগত করেছেন।

টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, রুশ প্রেসিডেন্টকে সরাসরি আলোচনা করার যে আহ্বান জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী, সেটাকে স্বাগত জানিয়েছে ইউক্রেন।

ফোনালাপে ইউক্রেনে আটকা পড়া ভারতীয়দের নিরাপদে নিজ দেশে ফেরার সুযোগ দেয়ার ওপরও গুরুত্বারোপ করেন মোদি।

ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ বেধে যাওয়ায় বিভিন্ন দেশ থেকে ইউক্রেনে পড়তে যাওয়া শিক্ষার্থীরা সেখানে (ইউক্রেনে) বিভিন্ন শহরে আটকা পড়েছেন।