গৌরনদীতে মাইক্রোবাস খাদে পড়ে ৫ চীনা প্রকৌশলী আহত

গৌরনদীতে মাইক্রোবাস খাদে পড়ে ৫ চীনা প্রকৌশলী আহত



বরিশালের গৌরনদীতে মোটরসাইকেল বাঁচাতে গিয়ে মাইক্রোবাস খাদে পড়ে পাঁচ চীনা প্রকৌশলী আহত হয়েছেন।

 বৃহস্পতিবার দুপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী ফায়ার সার্ভিস কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।


ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার বিপুল হোসেন জানান, ঢাকা থেকে পাঁচ চীনা প্রকৌশলীকে নিয়ে বরগুনার আমতলী পাওয়ার প্লান্টে যাচ্ছিল মাইক্রোবাসটি। পথে গৌরনদী ফায়ার সার্ভিসের সামনে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে রক্ষা করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি সড়কের পাশে খাদে পড়ে যায়।

ফায়ার সার্ভিসের সদস্যরা মাইক্রোবাস থেকে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। তাৎক্ষণিক আহত প্রকৌশলীদের কারো নাম জানা যায়নি।
খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিপিন চন্দ্র বিশ্বাস ও সহকারী কমিশনার ভূমি আরিফুল ইসলাম প্রিন্স।