বরিশালে ফার্মেসীতে সন্ত্রাসী হামলা-ভাংচুর

বরিশাল নগরীর বান্দ রোডের শের-ই বাংলা মেডিকেলের সামনে একটি ফার্মেসীতে হামলা চালিয়ে ভাংচুর এবং দোকান মালিক সহ ৪ জনকে মারধর করেছে দুর্বৃত্তরা।
গত বৃহস্পতিবার ১১টার দিকে এই হামলার সময় ফার্মেসীর ক্যাশ কাউন্টার থেকে অর্থও লুট হয়েছে বলে দাবী করেছেন আহত ফার্মেসী মালিক। তারা ৪ জনই হাসপাতলে চিকিৎসাধীন রয়েছেন। এদিকে ফার্মেসীতে হামলা ভাংচুরের প্রতিবাদে তাৎক্ষনিক শের-ই বাংলা মেডিকেলের সামনের সব ফার্মেসী বন্ধ করে দেন মালিকরা। পরে সিটি মেয়র সাদিক আবদুল্লাহ এবং পুলিশের আশ্বাসে অর্ধ ঘন্টা পর ফার্মেসী খুলে দেন তারা।
আহতরা হলেন মেডিকেলের সামনের ঝালকাঠী মেডিকেল হলের মালিক আব্দুল মান্না, তার কর্মচারী সাজু ও বিশ্বজিৎ এবং একটি ওষুধ কোম্পানীর প্রতিনিধি মো. রাজু।
আব্দুল মান্নান জানান, গত ৩ জুলাই তার ফার্মেসীর সামনে একটি অটোরিক্সা রাখে আরিফ নামে এক চালক। দোকানের কর্মচারীরা তাকে অটোরিক্সাটি সরিয়ে রাখতে বলে। এ নিয়ে বাদানুবাদ হয় ফার্মেসীর কর্মচারী সাজু ও অটো চালক আরিফের মধ্যে।
এ ঘটনার জের ধরে বৃহস্পতিবার রাত ১১টার দিকে আরিফের নেতৃত্বে চাঁদমারী মাদ্রাসা গলির একদল দুর্বৃত্ত আকস্মি লাঠিসোটা নিয়ে ঝালকাঠী মেডিকেল হলে হামলা চালায়। তারা ফার্মেসী মালিক আব্দুল মান্নান, কর্মচারী মো. মো. সাজু ও বিশ্বজিৎ এবং একটি ওষুধ কোম্পানীর প্রতিনিধি মো. রাজুকে বেদম মারধর করে তারা। এ সময় তারা ক্যাশ কাউন্টার ভাংচুর এবং কিছু অর্থ লুট করে। তবে অর্থের পরিমান জানাতে পারেনি তারা। মারধর শেষে স্থানীয় ১১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মজিবর রহমানের কথা বলে ফার্মেসী মালিক মান্নানকে ধরে নিয়ে যায় তারা। এ ঘটনার প্রতিবাদে মেডিকেলের সামনের সব ফার্মেসী মুহূর্তের মধ্যে বন্ধ হয়ে যায়। এতে বিপাকে পড়েন হাসপাতালে চিকিৎসাধীন রোগীর স্বজন সহ অন্যান্যরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও কোন হামলাকারীকে আটক করতে পারেনি।
এদিকে ফার্মেসী বন্ধের খবরে সিটি মেয়র অপরাধীদের বিচারের আশ্বাস দেয়ার পর অর্ধ ঘন্টা পরই ফার্মেসী খুলে দেন মালিকরা। হাসপাতালের চিকিৎসাধীন আব্দুল মান্নান মুঠোফোনে বলেন, এ ঘটনায় মামলা দায়ের করবেন তারা।
স্থানীয় ১১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মজিবর রহমান জানান, তার কথা বলে ফার্মেসী মালিককে ধরে নিয়ে যায় দুর্বৃত্তরা। তবে যাওয়ার আগে এর সত্যতা নিশ্চিত হওয়া প্রয়োজন ছিলো ফার্মেসী মালিকের। খবর পেয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় ড্রাগ এসোসিয়েশনের সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা নেয়ার কথা বলেন তিনি।
এ ঘটনায় গতকাল শুক্রবার বিকেল পর্যন্ত থানায় কোন অভিযোগ দেয়া হয়নি বলে জানিয়েছেন কোতয়ালী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. লোকমান হোসেন।