গৌরনদীতে হোম কোয়ারেন্টাইন না মানায় জরিমানা

বরিশালের গৌরনদীতে ঢাকা থেকে জ্বর, সর্দি ও কাশি নিয়ে এলাকায় এসে হোম কোয়ারেন্টাইন না মেনে প্রকাশ্যে ঘোরাফেরা করায় স্থানীয় বড় কসবা গ্রামের করিম সরদারের ছেলে রুহুল আমীন সরদারকে (২৫) তিন হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় তার বসত ঘরে লাল নিশানা টাঙিয়ে দেয়া হয়।
মঙ্গলবার দুপুরে গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহানের নেতৃত্ব পরিচালিত এক ভ্রাম্যমান আদালত এই দন্ড দেন।