বরিশাল শুদ্ধাচার পুরস্কারে মনোনীত হলেন সাজ্জাদ পারভেজ

বরিশাল শুদ্ধাচার পুরস্কারে মনোনীত হলেন সাজ্জাদ পারভেজ

করোনাকালীণ সময় এবং গত এক বছরের কর্মকান্ড মূল্যায়নে ২০১৯-২০ অর্থ বছরের শুদ্ধাচার পুরস্কারে মনোনীত হয়েছেন বরিশালের সামাজিক প্রতিবন্ধি মেয়েদের প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রের ব্যবস্থাপকের দায়িত্বে থাকা জেলা প্রশাসনের প্রবেশন কর্মকর্তা সাজ্জাদ পারভেজ। সমাজসেবা অধিদপ্তরের থেকে গত রোববার তাকে এই মনোনয়ন দেয়া হয়। 

সোমবার সকালে শুদ্ধাচারে মনোনীত হওয়ায় প্রবেশন কর্মকর্তা সাজ্জাদ পারভেজকে ফুলের শুভেচ্ছা জানিয়েছেন বরিশালের জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান। এ ছাড়া তার দপ্তর থেকে শুরু করে সহকর্মী, বন্ধু-বান্ধব এবং স্বজনরা সামাজিক যোগাযোগ মাধ্যমে সাজ্জাদ পারভেজকে শুভেচ্ছা জানিয়েছেন। 

এর আগে ২০১৭ সালে জেলা প্রশাসন পদক এবং ২০১৮ সালে শ্রেষ্ঠ প্রবেশন কর্মকর্তা হিসেবে মনোনীত হয়েছিলেন তিনি। স্বীয় কর্মদক্ষতা এবং সৃজনশীলতার মাধ্যমে সরকারের কর্মসূচি বাস্তবায়ন এবং করোনাকালে একজন সম্মুখযোদ্ধা হিসেবে খ্যাতি অর্জন করেছেন প্রবেশন কর্মকর্তা সাজ্জাদ পারভেজ।