বরিশালে জাতীয় ভোটার দিবস পালন

বরিশালে বর্ণাঢ্য র্যালী এবং আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। বরিশাল নগরের অশ্বিনী কুমার হলে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
সোমবার সকাল সাড়ে ৯টায় আঞ্চলিক, জেলা ও উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে একটি বর্নাঢ্য র্যালী বের হয়। র্যালীটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে গিয়ে শেষ হয়।
ভোটার দিবস উপলক্ষে অশ্বিনী কুমার হলে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মুহাম্মদ ইয়ামিন চৌধুরী। আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আলাউদ্দিনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন রেঞ্জ ডিআইজি মো. শফিকুল ইসলাম, মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান, জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান, পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম প্রমুখ।
সভায় বক্তারা ভোটারদের ভোটাধিকার সম্পর্কে সচেতন করেন। ভোটাতিার প্রয়োগের নানা দিক তুলে ধরেন।