গৌরনদীতে ৬ বছরের শিশু ধর্ষণের অভিযোগ

গৌরনদীতে ৬ বছরের শিশু ধর্ষণের অভিযোগ
বরিশালের গৌরনদী উপজেলার টরকীরচর এলাকায় ৬ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। গতকাল শনিবার সকালে নির্যাতনের শিকার শিশুটির মা বাদি হয়ে প্রতিবেশি আজিজুল হককে (১৯) আসামী করে গৌরনদী থানায় এই মামলা করেন। গত বৃহস্পতিবার দুপুরে এই ধর্ষণের ঘটনা জানাজানি হলে অভিযুক্ত আজিজুল হক পালিয়ে যায়। গৌরনদী থানার এসআই মো. তৌহিদুজ্জামান জানান, আসামী আজিজুল হক এবং ওই শিশুটির বাড়ি পাশাপাশি। শিশুটি গত বৃহস্পতিবার দুপুরে নিজ বাড়িতে দুপুরের খবার খাচ্ছিল। এ সময় আজিজুলের মা চায়না বেগম শিশুটিকে তরকারী দেওয়ার জন্য ডেকে নেয়। দির্ঘক্ষণেও ফিরে না আসায় শিশুর মা-বাবা তাকে খুঁজতে বের হয়। খুজতে গিয়ে আজিজুলদের বাথরুমের পাশে কাদামাখা অবস্থায় দেখতে পায় তাকে। কাদা লাগার কারণ জানতে চাইলে শিশুটি তার বাবা-মাকে জানায় আজিজুল তাকে ডেকে বাথরুমের পাশে নিয়ে গিয়ে খারাপ কাজ করেছে। তখন আজিজুলের মা চায়না বেগমকে শিশুটির মা-বাবা বিষয়টি জানান। চায়না বেগম তার ছেলেকে ডেকে জিজ্ঞাস করলে ধর্ষণের কথা স্বীকার করে। এরপর চায়না বেগম তার ছেলের বিচারের আশ^াস দিয়ে দ্রুত শিশুটিকে গোসল করায় এবং জামা-কাপড় ধুয়ে দেয়। এদিকে শিশুটি ব্যথা ও রক্তক্ষরণ শুরু হয়। ঘটনার একদিন পর গত শুক্রবার চায়না বেগম ছেলের বিচার না করে উল্টো প্রভাবশালী বিভিন্ন লোক দিয়ে মামলা না করার জন্য হুমকি দেয়। হুমকির মুখে শিশুটিকে হাসপাতালে নিয়ে যেতে ভয় পাচ্ছিল তার বাবা-মা। শুক্রবার বিকেলে শিশুটির ব্যথা ও রক্তক্ষরণ বাড়লে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানের চিকিৎসকরা শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডেকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন। শিশু ধর্ষণের ঘটনায় গতকাল শনিবার সকালে শিশুটির মা বাদি হয়ে আজিজুলকে আসামী করে মামলা করেন। অভিযুক্ত আজিজুলকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন এসআই তৌহিদুজ্জামান।