বরিশালে ৭জন দুঃস্থ আহত ও অসমর্থ ক্রীড়াবিদের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরন

বরিশালে ৭জন দুঃস্থ আহত ও অসমর্থ ক্রীড়াবিদের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরন
বরিশালে দুঃস্থ, আহত ও অসমর্থ ক্রীড়াবিদ এবং ক্রীড়া সংগঠকদের মাঝে এককালীন আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম এমপি। গতকাল শনিবার দুপুর ১২ টায় বরিশালের শহীদ আব্দুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামের কক্ষে এককালীন আর্থিক অনুদানের চেক হস্তান্তর করা হয়। জেলা প্রশাসক এসএম অজিয়র রহমানের সভাপতিত্বে চেক বিতরনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) প্রশান্ত কুমার দাস, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উর্মি ভৌমিক, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মাহবুবুর রহমান মধু, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট এসএম রবীন শীষ, ফারজানা আক্তার ও শুব্রত বিশ্বাস দাস, বিভাগীয় ক্রিকেট কোচ মো. তারসিকুল ইসলাম টোটান এবং সাবেক খেলোয়াড় আমিনুল ইসলাম মাসুম। দুঃস্থ, আহত ও অসমর্থ ক্রীড়াবিদ এবং ক্রীড়া সংগঠক হিসেবে চেক গ্রহণ করেন আব্দুর রব জামিল, কাজী মজেদ কালু, মীর বসারত হোসেন, রতন দাস, বেল্লাল খাঁ, মীর আনিস উদ্দিন আহমেদ, মো. মামুন আর রশিদ খান। প্রত্যেককে নগদ ১৫ হাজার টাকা করে প্রদান করেন পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম। চেক বিতরণ শেষে প্রতিমন্ত্রী শহীদ আব্দুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামের বিভিন্ন স্থান এবং বরিশাল বিভাগের একমাত্র অকার্যকর সুইমিংপুল পরিদর্শন করেন। এ সময় প্রতিমন্ত্রী দ্রুত স্টেডিয়ামসহ সুইমিংপুলের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড পরিচালনার প্রতিশ্রুতি দেন।