গৌরনদীর রাধা গোবিন্দ মন্দিরের ভিত্তি প্রস্তর স্থাপন

গৌরনদীর রাধা গোবিন্দ মন্দিরের ভিত্তি প্রস্তর স্থাপন

বরিশালের গৌরনদী উপজেলার প্রায় দুই শত বছরের পুরানো ঐতিহ্যবাহী টরকী বন্দর শ্রীশ্রী রাধা গোবিন্দ মন্দির পূন নিমার্নের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে।

আজ বুধবার দুপুরে বরিশাল জেলা আওয়ামী লীগের সদস্য ও শহীদ আঃ রব সেরনিয়াবাতের দৌহিত্র সেরনিয়াবাত আশিক আব্দুল্লাহ উদ্ধোধন করেন ।

মন্দির আঙ্গিনায় মন্দির পরিচালনা কমিটির সভাপতি অমর কৃষ্ণ রায়ের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি এইচএম জয়নাল আবেদীন, জেলা পরিষদের সদস্য রাজু আহম্মেদ হারুন, পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সদস্য মোঃ হারিছুর রহমান । 

ওই সময়ে আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাবেক তথ্য ও গবেষনা সম্পাদক কামরুল ইসলাম দিলীপ, পৌর কৃষকলীগের সভাপতি মোঃ শাহজাহান বেপারী, পৌর কাউন্সিল সিকদার খোকন, সেলিনা আক্তার, উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক  আরিফুল ইসলাম স্বপন হাওলাদার, টরকী বন্দরের বিশিষ্ট ব্যবসায়ী ও আওয়ামীলীগ নেতা ভজন কুন্ডু, সমীর সরকার, শিশির কুমার কুন্ডু, শেখর দত্ত বনিক, সুদেব মন্ডল।