চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সশরীরে পরীক্ষা শুরু

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সশরীরে পরীক্ষা শুরু

সরকারি স্বাস্থ্যবিধি মেনে সশরীরে পরীক্ষা শুরু করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)। বুধবার (১ সেপ্টেম্বর) প্রথম দিনে বিশ্ববিদ্যালয়ের পালি বিভাগে চতুর্থ বর্ষের (অনার্স) ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত হয়।  

বিষয়টি নিশ্চিত করে বিভাগের সহকারী অধ্যাপক অরূপ বড়ুয়া বলেন, সরকারের নির্দেশনা মোতাবেক স্বাস্থ্যবিধি মেনে ৪র্থ বর্ষের ৪০১ নম্বর কোর্সের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এতে শতভাগ পরীক্ষার্থী উপস্থিত ছিলেন।

এর আগে লকডাউন শিথিল হওয়া সাপেক্ষে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের পরীক্ষা সশরীরে নেয়ার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। বলা হয় ১৬ আগস্ট থেকে বিভাগগুলো চাইলে পরীক্ষা নেয়া শুরু করতে পারবে। 

এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ বিভাগ ২০২০ খ্রিষ্টাব্দের পরীক্ষা নেয়ার ব্যাপারেও উদ্যোগ নিয়েছে বলে জানা গেছে।