সমাজে সুস্থ ধারা ফিরিয়ে আনতে হবে: মোঃ এনামুল হক

বরিশাল মেট্রোপলিটন পুলিশের বন্দর থানার আয়োজনে ওপেন হাউজ ডে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তবে মোঃ এনামুল হক, অতিরিক্ত পুলিশ কমিশনার ক্রাইম এন্ড অপারেশন বলেন, বিগত নির্বাচনে আপনারা প্রমাণ দিয়েছেন, আপনারা সুশিক্ষিত এবং শক্তিশালী। সেই শক্তিগুলোকে সুসংগঠিত করে সমাজের সকল অন্যায় রুখে দিতে হবে। দু'চারজনের জন্য এই সমাজকে নষ্ট হতে দেয়া যাবে না। সামাজিক শক্তি ও মুরব্বিদের আগের ভালো কীর্তিগুলো পুনরুজ্জীবিত করে সমাজে সুস্থ ধারা ফিরিয়ে আনতে হবে। আপনারা উদ্যোগী হয়ে এগিয়ে আসলে আপনাদের নিরাপত্তায় আমাদের কাজ করা আরও সহজ হবে।
শনিবার (৪ ডিসেম্বর) ওপেন হাউজ ডে অনুষ্ঠানে বন্দর থানায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার ক্রাইম এন্ড অপারেশন মোঃ এনামুল হক।
এদিকে, প্রতিমাসের বরিশাল মেট্রোপলিটন পুলিশের আয়োজনে ৪ তারিখ বন্দর থানা, ৭ তরিখ কাউনিয়া থানা, ১০ তারিখ এয়ার্পোট থানা এবং ১৩ তারিখ কোতয়ালী মডেল থানায় ওপেন হাউজ ডে’র আয়োজন করা হয়। বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার সহ শীর্ষ কর্মকর্তাবৃন্দ প্রতিটি থানায় গিয়ে দীর্ঘ সময় নিয়ে, জনসাধারনের কথা শুনেন। থানা এলাকার সাধারণ মানুষও এই ওপেন হাউজ ডে অনুষ্ঠানে উপস্থিত থাকেন।
বিশেষ অতিথি উপ-পুলিশ কমিশনার বিএমপি দক্ষিণ মোঃ আলী আশরাফ ভূঞা বিপিএম-বার বলেন, ওপেন হাউজ ডে এখন জনগণের আস্থার খোরাক। যতবেশি জমজমাট করতে পারবো এলাকা ততোধিক নিরাপদ থাকবে।এখানে যে কোন অভিযোগ সরাসরি শীর্ষ পর্যায়ে তুলে ধরার মাধ্যমে সর্বোচ্চ সেবা পাওয়া যায়। আপনারা নিজে আসার পাশাপাশি অন্যদের এই সুফল জানিয়ে এখানে নিয়ে আসুন। বিগত নির্বাচন সংক্রান্তে তিনি বলেন, আমরা এমন একটি নির্বাচন উপহার দিয়েছি, নির্বাচিত ব্যক্তি গর্ব সহকারে বলতে পারবে আমি প্রকৃত পক্ষে জনগণের প্রতিনিধি এবং জনগণও বলতে পারে আমরাই পারিন যোগ্য প্রার্থীকে মূল্যায়ন করতে।
বন্দর থানা অফিসার ইনচার্জ মোঃ আসাদুজ্জামান এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, সহকারী পুলিশ কমিশনার বন্দর থানা বিএমপি ইব্রাহিম সহ বন্দর থানার অন্যান্য অফিসারবৃন্দ, সুশীল সমাজের সর্বস্তরের প্রতিনিধি ও ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার ব্যক্তিবর্গ।