সুন্দর সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই- এমপি শাওন

সুন্দর সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই- এমপি শাওন

ভোলা-৩ আসনের সংসদ নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, শরীর ও মন ভালো রাখার পাশাপাশি একটি সুন্দর সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলা আছে বলেই সমাজ থেকে অপরাধ কমে যাচ্ছে। প্রতিটি বিদ্যালয়ের মাঠকে সংস্কার করে খেলার উপযুক্ত করে গড়ে তুলবো যাতে সারাবছরেই ফুটবল ক্রিকেট খেলাসহ বিভিন্ন খেলাধুলার আয়োজন করা যায়। তজুমদ্দিন শেখ রাসেল স্মৃতি গোল্ড কাপ ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল খেলার উদ্ভোধন ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য এমপি শাওন এসব কথা বলেন। 

বুধবার বিকালে ৪ ঘটিকায় শম্ভুপুর মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এক আনন্দঘন পরিবেশের মধ্যে দিয়ে শেখ রাসেল স্মৃতি গোল্ড কাপ ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় লামছি শম্ভুপুর একাদশ বনাম আলী একাব্বর বাড়ি একাদশ অংশগ্রহন করে। ১ ঘন্টার খেলায় উভয় দল ১-১ গোলে ড্র লাভ করেন। পরবর্তীতে ট্রাইবেকারের মাধ্যমে ৩-২ গোলে আলী একাব্বর পাটওয়ারী বাড়ি একাদশকে হারিয়ে লামছি শম্ভুপুর একাদশ জয় লাভ করেন।  অনুষ্ঠানে অন্যন্যেদের মধ্যে উপস্থিত ছিলেন তজুমদ্দিন উপজেলা নির্বাহী অফিসার আল-নোমান, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান, ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন পোদ্দার, শম্ভুপুর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান ফরিদ, অধ্যক্ষ হেলাল উদ্দিন সুমন, অধ্যক্ষ মোঃ মুঈনুদ্দীন হাওলাদার, শম্ভুপুর ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক মোঃ কামাল উদ্দিন, যুবলীগের সভাপতি জামাল উদ্দিন, উপজেলা সেচ্ছা সেবকলীগের সভাপতি ইসতিয়াক হাসান, ছাত্রলীগের সভাপতি মোঃ রাসেল প্রমুখ।