চট্টগ্রামে ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ৫, আক্রান্ত ৫৫৯

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এ সময়ে করোনা শনাক্ত হয়েছে ৫৫৯ জনের, যা একদিনে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। শনাক্তের হার ৩৪.১২ শতাংশ। এর আগে গত ১ জুলাই সর্বোচ্চ ৫৫২ জনের করোনা শনাক্ত হয়েছিল।
সোমবার চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, চট্টগ্রামের ১০টি ও কক্সবাজারে একটি ল্যাবে ১ হাজার ৬৩৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। তাদের মধ্যে ৫৫৯ জনের করোনা শনাক্ত হয়। তাদের মধ্যে চট্টগ্রাম নগরের ৪১৪ জন এবং বিভিন্ন উপজেলার ১৪৫ জন রয়েছেন।
গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনা আক্রান্ত মৃত পাঁচজনের মধ্যে একজন চট্টগ্রাম নগরের বাসিন্দা। নগরের বাইরের চারজন।
চট্টগ্রামে এখন পর্যন্ত ৬০ হাজার ৯২৭ জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে নগরীর ৪৭ হাজার ৩৮১ জন ও জেলার বিভিন্ন উপজেলার ১৩ হাজার ৫৪৬ জন। এছাড়া করোনায় মৃত্যু হয়েছে ৭২২ জনের। এর মধ্যে ৪৮২ জন চট্টগ্রাম নগরের। বিভিন্ন উপজেলায় মারা গেছেন ২৪০ জন।
রোববার (৪ জুলাই) চট্টগ্রামে ৩৬৯ জনের করোনা শনাক্ত হয়েছিল। মৃত্যু হয়েছিল ছয়নের। শনাক্তের হার ছিল ৩৩.৮৮ শতাংশ। শনিবার (৩ জুলাই) চট্টগ্রামে ২৬২ জনের করোনা শনাক্ত হয়। মৃত্যু হয় একজনের। শনাক্তের হার ছিল ২৫ শতাংশ। এর আগে শুক্রবার (২ জুলাই) চট্টগ্রামে ৪২১ জনের করোনা শনাক্ত হয়। মৃত্যু হয় চারজনের। শনাক্তের হার ছিল ৩৪.১৭ শতাংশ।