জিম্বাবুয়ের বিপক্ষে অধিনায়ক মাশরাফি

জল্পনার অবসান হলো অবশেষে। জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে দলে ফিরছেন অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। বুধবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
মাশরাফীর ফেরা মানে ওয়ানডে সিরিজে নেতৃত্ব দেবেন তিনিই। গেল বছর জুলাইয়ে বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে সবশেষ ম্যাচটি খেলেছিলেন মাশরাফী। নিজেদের শেষ গ্রুপ ম্যাচ ছিল সেটি। এরপর থেকেই মাঠের বাইরে ছিলেন ৩৬ বছর বয়সী পেসার।
বিশ্বকাপের পর শ্রীলঙ্কা সফরে যাওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে মাশরাফী ছিটকে যান চোটের কারণে। তামিম ইকবাল সেবার ওয়ানডেতে বাংলাদেশকে নেতৃত্ব দেন। গেল জুলাইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে সেই সিরিজের পর আর কোনো ওয়ানডে সিরিজ খেলেনি বাংলাদেশ।
জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজের ম্যাচগুলো হবে সিলেটে। ১, ৩ ও ৬ মার্চ অনুষ্ঠিত হবে ম্যাচগুলো। এর আগে একটি টেস্ট ও পরে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ ও সফরকারী জিম্বাবুয়ে।