চট্টগ্রামে ‘ভয়’ বাড়াচ্ছে করোনা

চট্টগ্রামে ‘ভয়’ বাড়াচ্ছে করোনা। দিন দিন করোনার বিস্তার শুধু বাড়ছেই। একইসঙ্গে বাড়ছে মৃত্যুর মিছিল। গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১ হাজার ১৫১ জনের নমুনা পরীক্ষা করে করোনায় শনাক্ত হয়েছেন ৩২৭ জন। নতুন শনাক্তদের মধ্যে ১২৭ জন নগরের ও ১০০ জন উপজেলার বাসিন্দা।
এখন পর্যন্ত মোট ৫৭ হাজার ৯৯৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ৪৫ হাজার ৩৫৭ জন নগরের ও ১২ হাজার ৫৪০ জন উপজেলা পর্যায়ের বাসিন্দা।
এদিকে গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম নগরে একজন ও উপজেলা পর্যায়ে ৬ জন করোনায় মারা গেছেন। যা করোনায় ৬৯ দিনে সর্বোচ্চ মৃত্যু ও শনাক্তের রেকর্ড হয়েছে চট্টগ্রামে। এর আগে ২০ এপ্রিল সর্বোচ্চ ৩৪৭ জনের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া যায়। ওই দিন করোনায় মারা যান ৮ জন।
সর্বশেষ গতকাল রোববার ৩০০ জনের শরীরে করোনার অস্তিত্ব পাওয়া যায়। ওই দিন করোনায় মারা যান ৭ জন। এখন পর্যন্ত করোনায় চট্টগ্রামে মারা গেছেন মোট ৬৮১ জন। এর মধ্যে ৪৬৮ জন নগরের ও ২১৩ জন উপজেলার বাসিন্দা।
সোমবার চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ২১৪টি নমুনা পরীক্ষা করে শনাক্ত হয় ২০ জন। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ল্যাবে ৯১টি নমুনা পরীক্ষা করে ২১ জনের করোনাভাইরাস পাওয়া গেছে। শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ১৯২টি নমুনা পরীক্ষা করে ৮ জন, জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ৬৩টি নমুনা পরীক্ষা করে ২৪ জনের করোনা শনাক্ত হয়। এপিক হেলথ কেয়ার ল্যাবে ৪০টি নমুনা পরীক্ষায় ১৬ জনের করোনা পজেটিভ হয়েছে। চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ২১১ জনের নমুনা পরীক্ষায় ৬৯ জন, ইম্পেরিয়াল হাসপাতালে ১৫৯ জনের নমুনা পরীক্ষায় ৪১ জন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১১৭ জনের নমুনা পরীক্ষা করে ৫৮ জন, ও চট্টগ্রাম মেডিকেল সেন্টার হাসপাতাল ল্যাবে ৩০ জনের নমুনা পরীক্ষায় ১৪ জনের করোনা শনাক্ত হয়। পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩৩ জনের নমুনা পরীক্ষা করে ৯ জন করোনা পজেটিভ পাওয়া গেলেও কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে ১ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়নি। এদিন চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে কোনও নমুনা পরীক্ষা করা হয়নি।
উপজেলায় করোনা আক্রান্তদের মধ্যে আনোয়ারা উপজেলায় সবচেয়ে বেশি ২০ জন শনাক্ত হয়। এছাড়া হাটহাজারীতে ১৮ জন, রাউজানে ১৭ জন, রাঙ্গুনিয়ায় ১২ জন, সীতাকুণ্ডে ৮ জন, মিরসরাইয়ে ৪ জন, ফটিকছড়িতে ১ জন, পটিয়া ১১ জন, বাঁশখালীতে ১ জন, বোয়ালখালীতে ১ জন, সাতকানিয়া ১ জন, ও সন্দ্বীপে ২ জন করে শনাক্ত হয়েছেন।
এদিকে প্রাণঘাতী ভাইরাসটিতে সংক্রমণ প্রতিরোধে কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সুপারিশে সারাদেশে আজ থেকে সীমিত আকারে বিধিনেষধ চলছে। বৃহস্পতিবার থেকে কঠোর বিধিনিষেধ চলবে।
প্রসঙ্গত, চট্টগ্রামে গত বছরের ৩ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল করোনায় আক্রান্ত হয়ে প্রথম এক ব্যক্তি মারা যান।