চব্বিশ ঘণ্টায় করোনা ভাইরাসে মৃত্যু ১৬,শনাক্ত ১৬৮৪

গত চব্বিশ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েমৃত্যু জনের মৃত্যু হয়েছে,যা গত সাড়ে ৪ মাসের মধ্যে সবচেয়ে কম প্রাণহানি।যেটা কিনা করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেশে অনেকটাই কমতির কমতির ইঙ্গিত দিচ্ছে।
চব্বিশ ঘণ্টার হিসেবে এর আগে দেশে সবচেয়ে কম মৃত্যুর ঘটনা ঘটেছিল ২৮ মে, সেদিন ১৫ জনের মৃত্যু হয়েছিল ।
বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো সবশেষ সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নতুন করে ১৬ জনসহ দেশে ছোঁয়াচে এই ভাইরাসে আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৫৯৩ জনে।
চব্বিশ ঘণ্টায় ১৪ হাজার ৪১১টি নমুনা পরীক্ষা করে নতুন করে সংক্রমণ ধরা পড়েছে ১ হাজার ৬৮৪ জনে। তাতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ৮২ হাজার ৯৫৯ জনে। এর মধ্যে নতুন করে ১ হাজার ৫৭৬ জনসহ মোট সুস্থ হয়েছেন ২ লাখ ৯৭ হাজার ৪৪৯ জন।