চরফ্যাশনে ঈদ উপহার বিতরণ

ঈদ উপলক্ষে ভোলার চরফ্যাশন-মনপুরা উপজেলার দুস্থ-অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ভোলা-৪ আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব আজ দিনব্যাপী চরফ্যাশন উপজেলার কুকরী-মুকরী, চরমানিকা, রসুলপুর, চর মাদ্রাজ, আসলামপুর ও ওমরপুর ইউনিয়নে শাড়ি বিতরণ করেন।
এর আগে তিনি চর কুকরী মুকরী ইউনিয়নে ৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত ইকোপার্ক ও সুউচ্চ অবজারবেশন টাওয়ার উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন চরফ্যাশন উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদীন আখন, উপজেলা আওয়ামী সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ভিপি, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক জামাল উদ্দিন মহাজন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনির আহমেদ শুভ্র, চর কুকরী মুকরী ইউপি চেয়ারম্যান আবুল হাশেম মহাজন।