সাংবাদিক রাহাত খানের বিরুদ্ধে মামলায় বরিশাল প্রেসক্লাবের নিন্দা ও প্রতিবাদ

বরিশাল নগরীর নথুল্লাবাদ বাজারের ইজারাদার হটিয়ে অবৈধভাবে খাঁজনা আদায়ের সংবাদ প্রচার করায় শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সদস্য ও বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন দেশটিভি’র স্টাফ রিপোর্টার রাহাত খান এবং প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলা করেছেন বিসিসি’র ২০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জিয়াউর রহমান বিপ্লব।
একজন সাংবাদিকের বিরুদ্ধে হয়রানীমূলক এই মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সভাপতি কাজী নাসির উদ্দিন বাবুল ও সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেনসহ সকল সদস্যবৃন্দ।
এক বিবৃতিতে প্রেসক্লাব নেতৃবৃন্দ বলেন, ‘আমরা মনে করি গণমাধ্যমের কণ্ঠরোধের জন্যই একজন পেশাদার সাংবাদিক এবং গণমাধ্যম প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন ব্যক্তিবর্গের বিরুদ্ধে হয়রানীর উদ্দেশ্যে ষড়যন্ত্রমূলকভাবে মামলা করা হয়েছে। প্রতিবেদনে যেখানে ভুক্তভোগী এবং অভিযোগকারীসহ সংশ্লিষ্টরে সুস্পষ্ট বক্তব্য তুলে ধরা হয়েছে সেখানে উদ্দেশ্যমূলকভাবে সাংবাদিকের বিরুদ্ধে মামলা করা গণমাধ্যমের বাক স্বাধীনতা রুদ্ধ করার অপচেষ্টা ছাড়া আর কিছু না।
তাই আমরা হয়রানীমূলক এই মামলার বিরুদ্ধে নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি অবিলম্বে ষড়যন্ত্রমূলক এই মামলা প্রত্যাহারসহ সুষ্ঠু তদন্তের দাবি করছি। পাশাপাশি যারা এ ধরনের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি করছি। অন্যথায় শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাব সকল সাংবাদিকদের নিয়ে রাজপথে আন্দোলন কর্মসূচিতে দিতেও পিছপা হবে না।