চরমোনাইয়ের প্রার্থী পেলেন ২৩ হাজার ৬৬৩ ভােট

চরমোনাইয়ের প্রার্থী পেলেন ২৩ হাজার ৬৬৩ ভােট

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মুফতি মাসুম বিল্লাহ ১৮৫টি কেন্দ্রে ২৩ হাজার ৬৬৩ ভোট পেয়েছেন।  

রবিবার রাতে নির্বাচন কমিশন রিটার্নিং কর্মকর্তা তথ্যসূত্রে বিষয়টি জানা যায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত রাত সাড়ে ৯টায় ১৮৫টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে।

এ ব্যাপারে প্রার্থী মুফতি মাসুম বিল্লাহ জানান, আর মাত্র ৭টি কেন্দ্রের ফলাফল বাকি আছে। এর মধ্যে ১৮৫টি কেন্দ্রের ফলাফল পেয়েছি। এতে যে ভোট গণনা হয়েছে তাতে ২৩ হাজার ৬৬৩ ভোট পেয়েছি। বাকিগুলো কেন্দ্রের ফলাফল জানাতে পারবো।