চাকরিতে পুনর্বহালের দাবিতে ৪০তম ব্যাচের অব্যাহতি পাওয়া শিক্ষানবিশ উপ-পরিদর্শকদের আন্দোলন

চাকরিতে পুনর্বহালের দাবিতে সচিবালয়ের সামনে আবারও অবস্থান কর্মসূচি এবং আমরণ অনশনের ঘোষণা দিয়েছেন পুলিশের ৪০তম ব্যাচের অব্যাহতি প্রাপ্ত শিক্ষানবিশ উপ-পরিদর্শক (এসআই)রা।
সোমবার বিকালে সচিবালয়ের সামনে অবস্থান কর্মসূচি থেকে এই ঘোষণা দেওয়া হয়। তারা বলেন, ২০২৩ সালের ৪ নভেম্বর আমরা ট্রেনিংয়ে অংশ নিয়েছিলাম। ট্রেনিং শেষ হওয়ার পর আমাদের নানা কারণ দেখিয়ে চাকরিতে নিয়োগ না দিয়ে চারটি ধাপে মোট ৩২১ জনকে অব্যাহতি দেওয়া হয়। তাই আমরা ৪০তম ব্যাচের অব্যাহতি প্রাপ্ত শিক্ষানবিশ উপ-পরিদর্শক (এসআই) পুনর্বহালের দাবিতে অবস্থান কর্মসূচি শুরু করেছি।
আন্দোলনকারীরা জানান, প্রধান উপদেষ্টা, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আইজিপি বরাবর আবেদন ও স্মারকলিপি দিয়েছেন। শান্তিপূর্ণভাবে তারা সচিবালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করে আসছেন। তবে, এখনও কোনও আশ্বাস না পাওয়ায় তারা আমরণ অনশন ও অবস্থানের ঘোষণা দিয়েছেন।