চার কণ্ঠশিল্পীর গানে বাবা দিবস

চার কণ্ঠশিল্পীর গানে বাবা দিবস


বাবা দিবস উপলক্ষে নির্মিত একটি গানে কণ্ঠ দিলেন সময়ের চার জনপ্রিয় শিল্পী। তারা হচ্ছেন, কোনাল, কর্ণিয়া, কিশোর ও মাহাদী। এনামুল কবির সুজনের কথায় গানটির সুর ও সংগীত করেছেন কিশোর। বাবা দিবস উপলক্ষে গানটি নির্মাণ করেছে রূপকথা মিউজিক।

গানটির গীতিকার ও রূপকথা মিউজিকের কর্ণধার এনামুল কবির সুজন বলেন, ‘সবার কাছেই তার বাবা খুবই প্রিয়। এমন কোনো সন্তান পাওয়া যাবে না যিনি তার বাবাকে সম্মান ও শ্রদ্ধা করেন না। বাবাদের কাছে আমাদের ঋণ অনেক। সেই ঋণ কখনোই পরিশোধযোগ্য নয়। তবে কিছুটা সম্মান তো দেওয়া যেতেই পারে। বাবা দিবসে বাবাদের প্রতি সম্মান জানিয়েই এই গানটি নির্মাণ করেছি।’

তিনি আরও বলেন, ‘কিশোরের সংগীত আয়োজনে চার শিল্পীই দুর্দান্ত গেয়েছেন। আশা করি গানটি সবার ভালো লাগবে।’

রবিবার রাত ১২টা ১ মিনিটে গানটি এনটিভি অনলাইন পেজ ও রূপকথা মিউজিক এর ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে।