১৮ এইচএসসি পরীক্ষার্থীর বিরুদ্ধে বরিশাল শিক্ষাবোর্ডের মামলা

১৮ এইচএসসি পরীক্ষার্থীর বিরুদ্ধে বরিশাল শিক্ষাবোর্ডের মামলা

 
বরিশাল শিক্ষা বোর্ডে ২০১৯ সালের এইচএসসি’র পরীক্ষার উত্তরপত্র জালিয়াতির অভিযোগে ১৯ জনকে আসামি মামলা হয়েছে। শিক্ষা বোর্ডের রেকর্ড সাপ্লাইয়ার গোবিন্দ চন্দ্র পাল এবং ৪ বছরের জন্য বহিষ্কার হওয়া ১৮ পরীক্ষার্থীকে আসামি করে গতকাল সোমবার রাতে নগরীর বিমানবন্দর থানায় এই মামলা করেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. আনোয়ারুল আজীম। 

বিমানবন্দর থানার ওসি মাহবুব-উল আলম জানান, ১৯ জনকে আসামি করে মামলা দায়ের হলেও আসামির সংখ্যা ৩০ ছাড়িয়ে যেতে পারে। এই ঘটনার সাথে শিক্ষাবোর্ডের আরো অনেকে জড়িত রয়েছে। পুলিশের পক্ষ থেকে জালিয়াতির সাথে সম্পৃক্ত সকল কাগজপত্র বোর্ড কর্তৃপক্ষের কাছে চাওয়া হয়েছে। অধিকতর তদন্তে যারা দোষী হবে তাদের প্রত্যেককে এই মামলার আসামি করা হবে। 

উল্লেখ্য, ২০১৯ সালের এইচএসসি পরীক্ষার উচ্চতর গণিত বিষয়ে উত্তরপত্র জালিয়াতির বিষয়টি ধরা পড়ার পর ১৮ পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল এবং পরবর্তী ৩ বছরের জন্য তাদের পরীক্ষায় অংশগ্রহণের উপর নিষেধাজ্ঞা জারি করে বরিশাল শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ। একই সাথে বোর্ডের রেকর্ড সাপ্লাইয়ার গোবিন্দ্র চন্দ্র্র পালকে সাময়িক বরখাস্ত করা হয়। এ ঘটনায় আর কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করে বোর্ড কর্তৃপক্ষ। একই সাথে অভিযুক্তদের বিরুদ্ধে ফৌজদারি আইনে দায়ের করা হয় মামলা।