চার সূচকে রেঞ্জ পুলিশের চৌকসত্ব পুলিশের ডিজিটালাইজেশন সুবিধা পাচ্ছে জনগণ

ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে জানতে হবে এবং জানাতে হবে, ঘটনা জানার পর দ্রুত সাড়া দেওয়া, আগে জানতে হবে, পেশাদারিত্ব ও আন্তরিকতা দিয়ে পাশে থাকতে হবে এবং ঘটনার পর রেকর্ড রেখে মনিটরিং ও ফলোআপ করতে হবে। এই চার সূচকে আধুনিক ও ডিজিটাল সেবা দিয়ে জনগণের দোর গোড়ায় পৌছে গেছে বরিশাল রেঞ্জ পুলিশ।
রোববার দুপুর ১২টায় জেলা পুলিশ লাইনে গণমাধ্যমকর্মীদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এসব তথ্য জানান বরিশালের রেঞ্জ ডিআইজি এসএম আক্তারুজ্জামান।
মতবিনিময় সভায় ডিআইজি আক্তারুজ্জামান বলেন, আধুনিক ও গতিশীল পুলিশিং সেবা নিশ্চিতে দৈনন্দিন কার্যক্রম ডিজিটাল পদ্ধতিতে মনিটরিং করার উদ্যোগ নেওয়া হয়েছে।
সে লক্ষ্যে নিজস্ব মেধাবী জনবল ও অর্থায়নে গঠন করেছেন আইটি প্যানেল। এই পদ্ধতিতে একদিকে তৈরি হয়েছে গতিসম্পন্ন বরিশাল রেঞ্জ ডিআইজির আধুনিক পুলিশিং সিস্টেম। অটোমেটেড রিপোটিং ও মনিটরিং ব্যবস্থায় পাবলিক রিলেশন অফিসার, কুইক রেসপনস সার্ভিস, মাদক, অপমৃত্যু, নারী ও শিশু হেল্প ডেস্ক, মামলা ও ওয়ারেন্টসহ সাতটি ড্যাশবোর্ড করা হয়েছে। এতে করে জনসাধারণের সেবা দ্রুত নিশ্চিত হচ্ছে। পাশাপাশি মাঠ পর্যায়ে এসেছে স্বচ্ছতা, জবাবদিহিতা ও গতিসম্পন্ন আধুনিক পুলিশিং সিস্টেম। এ ছাড়াও হোয়াটস অ্যাপের মাধ্যমে কর্মকর্তাদের তাৎক্ষণিক মনিটরিংয়ের মাধ্যমে দিক নির্দেশনা দেওয়া হচ্ছে।
ডিআইজি গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের প্রশংসা করে বলেন, আধুনিক পুলিশের কার্যক্রম উন্নয়নে জাতীয় ও স্থানীয় পত্রিকায় প্রকাশিত সংবাদ কাটিং করে আমরা রেঞ্জ পুলিশের পক্ষ থেকে তদন্ত করে ব্যবস্থা নিচ্ছি। গত আগস্ট থেকে ২৫ সেপ্টেম্বর-২০২১ পর্যন্ত পুলিশের চোখ এড়িয়ে বরিশালে ঘটে যাওয়া ২৫৮টি প্রকাশিত সংবাদ সংরক্ষণ ও তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হয়েছে। এতগুলো সংবাদের মধ্যে ২৩৪টি প্রতিবেদন ছিল সঠিক ও সত্য। মাত্র ১৫টি সংবাদের কিছুটা অতিরঞ্জন ছিল। গণমাধ্যমকর্মীরা যে নিরলসভাবে সংবাদ প্রকাশ করে তার সুফল পাচ্ছে সাধারণ মানুষ।
মতবিনিময় সভায় অতিরিক্ত ডিআইজি একেএম এহসানউল্লাহ, জেলা পুলিশ সুপার মো. মারুফ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার নুরুলআমীন সহ বিভিন্ন গনমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, বরিশালের জ্যেষ্ঠ সাংবাদিক মো. নাসিম উল আলম, শহীদ আবদুর রব সেরনিয়বাত বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী মিরাজ মাহমুদ, সাংবাদিক ইউনিয়ন বরিশালের সভাপতি সাইফুর রহমান মিরণ, রিপার্টার্স ইউনিটির সভাপতি নজরুল বিশ^াস, সাধারণ সম্পাদক মিথুন সাহা, বরিশাল সাংবাদিক ক্লাবের শেখ শামীমসহ গণমাধ্যমের কর্মীরা।