চার্জার ফ্যান ,লাইট ,আইপিএসের দাম বৃদ্ধি করার অভিযোগে বরিশালে ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

সারাদেশে লোডশেডিংয়ের ঘোষণায় চার্জার ফ্যান ও লাইট এবং আইপিএসের দাম অযৌক্তিকভাবে বৃদ্ধি করার অভিযোগে বরিশালে ৪ টি ব্যবসা প্রতিষ্ঠানকে ১৭ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার দুপুরে নগরীর গীর্জা মহল্লা এলাকার ইলেক্ট্রনিক পণ্য বিক্রির দোকানে এই অভিযান পরিচালনা করা হয়।
এ সময় লোডশেডিংয়ের কারণে চার্জার ফ্যান ও লাইট এবং আইপিএসের দাম অযৌক্তিকভাবে বৃদ্ধির অভিযোগে ফাতেমা ইলেক্ট্রনিক, সুপ্রিয়া ইলেক্ট্রনিক, জাকের রেডিও অ্যান্ড ওয়াচ হাউজ এবং এএল ওয়াচ হাউজ নামে ৪ টি প্রতিষ্ঠানকে ১৭ হাজার টাকা জরিমানা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
একই সময়ে লোডশেডিংয়ের হিরিকে ইলেক্টনিক পণ্যের অযৌক্তিক মূল্য বৃদ্ধির বিষয়ে আশপাশের বিভিন্ন ইলেক্ট্রনিক দোকানিকে সতর্ক করে দেন ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের সহকারী পরিচালক শাহ্ মো. সোয়াইব মিয়া।