চিকিৎকদের মুক্তির দাবি বরিশালে

সারা দেশে চিকিৎসক নিগৃহের প্রতিবাদে এবং কারান্তরীণ ডা. মিলি, ডা. মুনা ও ডা. শাহাজাদীর নিঃশর্ত মুক্তির দাবিতে বরিশালে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
অবস্ট্রেটিক্যাল এন্ড গাইনোকোলজি সোসাইটি অব বাংলাদেশ (ওজিএসবি) বরিশাল জেলা শাখার উদ্যোগে রবিবার বেলা ১২টায় নগরীর বান্দ রোড শের-ই বাংলা মেডিকেলের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ওজিএসবি জেলা শাখার সভাপতি ডা. মো. আকবার হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা কমিটির সাবেক সভাপতি অধ্যাপক ডা. শিখা রানী সাহা, জেলা কমিটির সাধারন সম্পাদক ডা. শাহানাজ শিমুল, শের-বাংলা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডা. জি.এম নাজিমুল হক, বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক ডা. মাসরেকুল ইসলাম সৈকতসহ অন্যরা।
মানববন্ধনে ওজিএসবি সদস্যবৃন্দসহ শের-বাংলা মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসকবৃন্দ উপস্থিত ছিলেন।
অবিলম্বে কারান্তরীণ ৩ চিকিৎকের মুক্তি দেয়া না হলে ওজিএসবি কেন্দ্রিয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ১৭ জুলাই ও ১৮ জুলাই সকল চিকিৎসকরা প্রাইভেট চেম্বার বন্ধ রাখবেন বলে মানববন্ধনে হুঁশিয়ারি দেয়া হয়।