চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের হেনস্তা করলে ব্যবস্থা নেবে চট্টগ্রাম পুলিশ

করোনা সংক্রমণ ঠেকাতে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে তাদের দায়িত্ব পালন করছেন। কিন্তু কিছু বাড়ির মালিক চিকিৎসকদের ভাড়া বাসা ছেড়ে দিতে চাপ প্রয়োগ করছেন। এসব হয়রানি এবং হেনস্তা থেকে রক্ষায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) হটলাইন চালু করেছে। যাতে অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেবে পুলিশ।
সিএমপির অতিরিক্ত উপ-কমিশনার (জনসংযোগ) আবু বকর সিদ্দিক বলেন, ‘করোনায় আক্রান্ত রোগীদের যারা চিকিৎসা সেবা দিচ্ছেন, তাদের বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া যাচ্ছে। এমনকি কোনো কোনো বাড়ির মালিক তাদের বাসা ছাড়ার চাপ দিচ্ছেন। আবার অনেক চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের বাসা ভাড়া দিতে চাইছেন না, অসহযোগিতা করছে। যা সম্পূর্ণ অনৈতিক ও বেআইনি।’
তিনি বলেন, ‘চিকিৎসকরা সামাজিকভাবে নানা হেনস্তার শিকার হচ্ছেন। এ জন্য কমিশনার মহোদয়ের নির্দেশে আমরা দুটি হটলাইন চালু করেছি। কেউ হেনস্তার শিকার হলে এই হটলাইন নম্বরে ফোন করে জানালে আমরা কঠোর আইনি পদক্ষেপ নেব। পুলিশ চিকিৎসকদের পাশে আছে। ’
সিএমপির হটলাইন নম্বর হচ্ছে ০১৪০০-৪০০৪০০ ও ০১৮ ৮০ ৮০ ৮০ ৮০।
চট্টগ্রামে করোনায় আক্রান্তদের জেনারেল হাসপাতালে আইসোলেশনে রাখা হয়েছে। তাদের সেবায় নিয়োজিত দুই নার্সসহ স্বাস্থ্যকর্মীকে নগরীর দেওয়ানবাজারে একটি ভবন থেকে বাসা ছাড়ার চাপ দেওয়া হচ্ছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা চলছে।
এরপর সিএমপির পক্ষ থেকে এই পদক্ষেপের তথ্য গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়