স্বাস্থ্যের অতিরিক্ত মহাপরিচালক হলেন সেব্রিনা ফ্লোরা

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) হিসেবে নিয়োগ পেয়েছেন রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের পরিচালক (আইইডিসিআর) মীরজাদী সেব্রিনা ফ্লোরা। বৃহস্পতিবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ।
করোনাভাইরাসের সংক্রমণ শুরুর পর সংবাদ ব্রিফিং করতেন অধ্যাপক মীরজাদী। পরে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক সুলতানা নাসিমা সুলতানা স্বাস্থ্য বুলেটিন ঘোষণা করতেন।
তবে সেই বুলেটিন বুধবার থেকে বন্ধ হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক পদে অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম দায়িত্ব পেয়েছেন।