চুয়াডাঙ্গার জীবননগরে ট্রেনে কেটে এক নারীর মৃত্যু

চুয়াডাঙ্গার জীবননগরে ট্রেনে কেটে এক নারীর মৃত্যু

চুয়াডাঙ্গা জেলায় জীবননগর উপজেলার উথলী গ্রামের ঘোড়ামাড়া রেল গেট সংলগ্ন ছফুরা (৫০) নামে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ (৪ঠা আগস্ট) বেলা সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, জীবননগর উপজেলার উথলী গ্রামের ইদ্রিস আলীর (ইদে) স্ত্রী ছফুরা খাতুন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, ইদ্রিস আলীর স্ত্রী ছফুরা খাতুন অনেকদিন থেকেই ভেড়া পালন করেন। প্রতিদিনের ন্যায় মঙ্গলবার সকালেও তিনি ভেড়ার পাল নিয়ে মাঠে যাচ্ছিলেন। সব ভেড়া রেললাইন পার হলেও একটি ভেড়া রেললাইনের এদিক ওদিক করছিলো। এমন সময় খুলনা থেকে ছেড়ে আসা অনন্ত: নগর রূপসা এক্সপ্রেস (৭২৭) নামে ট্রেনটি দ্রুত গতিতে চলে আসে। তিনি লাইনের ওপর থেকে ভেড়াটি বাঁচাতে গেলে উছুট খেয়ে তিনি লাইনের মাঝখানে পড়ে যান। মুহূর্তের মধ্যেই ট্রেনে তার মাথা ও শরীর খন্ড -বিখন্ড হয়ে তিনি ঘটনাস্থলেই নিহত হন।

স্থানীয়রা তার লাশটি উদ্ধার করেছে। বিষয়টি জিআরপিকে অবগত করা হয়েছে বলে জানা গিয়েছে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।