ভাঙা চাল রপ্তানিতে নিষেধাজ্ঞা ভারতের

ভাঙা চাল রপ্তানিতে নিষেধাজ্ঞা ভারতের

শতভাগ ভাঙা চাল বা খুদ রপ্তানিতে নিষেধাজ্ঞা দিয়েছে ভারত।  বিভিন্ন ধরনের চাল রপ্তানিতে ২০ শতাংশ শুল্ক আরোপ করেছে দেশটি।

আজ শুক্রবার থেকে এই বিধিনিষেধ কার্যকর করার মধ্য দিয়ে নিজেদের বাজারে চালের যোগান বৃদ্ধি এবং দাম স্থিতিশীল করার চেষ্টা করছে ভারত।

জানা গেছে, ভারত বিশ্বের ১৫০টি দেশে চাল রপ্তানি করে। তাই তাদের যেকোনো ধরনের বিধিনিষেধে খাদ্যের বাজারে চাপ বাড়তে পারে। এতে বিশ্বের বিভিন্ন দেশে বাড়তে পারে চালের দাম। 

তবে রপ্তানিতে নতুন নিয়মের কারণে আমদানিকারকরা ভারতের বাজার থেকে মুখ ফিরিয়ে নিতে পারে। এ ক্ষেত্রে দেশটির প্রতিদ্বন্দ্বী থাইল্যান্ড ও ভিয়েতনামের দিকে ঝুঁকতে পারে ক্রেতারা।

২০২১-২২ আর্থিক বছরে ২১ দশমিক ২ মিলিয়ন টন চাল রপ্তানি করেছে ভারত। এর মধ্যে তিন দশমিক ৯৪ মিলিয়ন টন বাসমতি চাল রয়েছে।

অন্যান্য চালে শুল্ক বসালেও সিদ্ধ ও বাসমতি চাল রপ্তানিতে শুল্ক আরোপ করেনি দেশটি। সম্পূর্ণ ভাঙা চাল রপ্তানিতেই মূলত নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এসব ভাঙা চাল আফ্রিকার দরিদ্র দেশগুলো আমদানি করতো।

সূত্ররয়টার্স।