ছাত্রদলের ১১ সাংগঠনিক টিম বিলুপ্তি ঘোষণা

ছাত্রদলের ১১ সাংগঠনিক টিম বিলুপ্তি ঘোষণা

জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ গঠিত ১১টি সাংগঠনিক টিম বিলুপ্ত করা হয়েছে।

আজ সংগঠনটির সহ-দপ্তর সম্পাদক আজিজুল হক সোহেল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

এতে বলা হয়, জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত ও তার সাংগঠনিক অভিভাবক তারেক রহমানের নির্দেশে তৃণমূল ছাত্রদলের নেতৃত্বকে শক্তিশালী ও সুসংগঠিত করে গড়ে তোলার লক্ষ্যে সাংগঠনিক টিম পুনর্গঠনের অংশ হিসেবে সারাদেশে সাংগঠনিক বিভাগ ভিত্তিক গঠিত বিদ্যমান ১১টি সাংগঠনিক টিম বিলুপ্ত ঘোষণা করা হলো। ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন এবং সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল এক সাংগঠনিক সভায় এ সিদ্ধান্ত অনুমোদন করেন।