মোংলায় অগ্নিকাণ্ডে ৩ দোকান পুড়ে ছাই

বাগেরহাটের মোংলা উপজেলার দিঘরাজ বাজারে রবিবার ভোর রাতে অগ্নিকাণ্ডে ৩টি দোকান পুড়ে গেছে। খবর পেয়ে মোংলা বন্দর ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ৩টি দোকান পুড়ে প্রায় ৮ থেকে ৯ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে পুড়ে যাওয়া দোকান মালিকরা দাবি করেছে।
ফায়ার সার্ভিস সদস্যদের প্রাথমিকভাবে ধারনা করছেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত।
মোংলা বন্দর ফায়ার সার্ভিসের ইনচার্জ মো. আরদেশ আলী জানান, রবিবার ভোর রাতে দিঘরাজ বাজারে আক্কাস এর দোকানে আগুন জ্বলতে দেখে আমাদের খবর দেওয়া হয়। খবর পেয়ে একটি ইউনিট ঘটনাস্থলে এসে দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে তিনটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। এ ছাড়া আরও কয়েকটি দোকানঘর আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। সব মিলিয়ে প্রায় ৮ থেকে ৯ লাখ টাকার ক্ষতি হয়েছে। প্রাথমিকভাবে আমরা ধারণা করছি, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে