ছাদকে সুরক্ষায় রাখে ফ্লেক্সিবল রুফিং কম্পাউন্ড

ছাদকে সুরক্ষায় রাখে ফ্লেক্সিবল রুফিং কম্পাউন্ড

বার্জার পেইন্টস বাংলাদেশ বাজারে নিয়ে এসেছে নতুন পণ্য ‘ফ্লেক্সিবল রুফিং কম্পাউন্ড’। বাড়ির ছাদের উপরিভাগে আদ্রতা এবং ছাদকে সুরক্ষায় রাখে ফ্লেক্সিবল রুফিং কম্পাউন্ড।

নতুন ফ্লেক্সিবল রুফিং কম্পাউন্ডে আছে স্পেশাল হলোফাইবার, যা ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমাতে সক্ষম। এর বিশেষ অ্যাক্রিলিক বেসড ড্রাই ফিল্ম ও উন্নত পলিয়েস্টার ফাইবারে তৈরি কোটিং ফাটল রোধ করে এবং ছাদের উপরিভাগে পানি ঢুকতে দেয় না। নিশ্চিত হয় দীর্ঘস্থায়িত্ব আর গ্রীষ্মকালে ছাদ রাখে ঠান্ডা। বার্জার ফ্লেক্সিবল রুফিং কম্পাউন্ড -এর অসাধারণ টোটাল রিফ্লেক্ট্যান্স সিস্টেম ছাদে শতকরা ৭৫ থেকে ৮৪ ভাগ সোলার রেডিয়েশন রিফ্লেক্ট করে।

বার্জারের সিনিয়ার জেনারেল ম্যানেজার  সেলস এবং মার্কেটিং, মো. মহসিন হাবিব চৌধুরী বলেন, ‘ছাদের উপরিপৃষ্ঠ প্রতিক‚ল আবহাওয়া, চলাফেরা এবং সময়ের সাথে সাথে সহজে নষ্ট হতে পারে, যার জন্য প্রচলিত দেয়ালের কোটিং যথোপযুক্ত নয়। বার্জার সকল ধরনের দেয়ালের জন্য বিভিন্ন পেইন্ট সল্যুশন তৈরি করে। তার তালিকায় যুক্ত হলো বার্জার ফ্লেক্সিবল রুফিং কম্পাউন্ড।

বার্জার ফ্লেক্সিবল রুফিং কম্পাউন্ড হাইজীন কোটিং, যা ৯৯.৯ শতাংশ জীবাণু বৃদ্ধি রোধ করতে সক্ষম। ফ্লেক্সিবল রুফিং কম্পাউন্ড ৩.৬৪ লিটার প্যাকে সাদা, গ্রে, টাইল রেড ও সবুজ এই চারটি ভিন্ন রঙে বাজারে পাওয়া যাচ্ছে। বিস্তারিত জানতে নিকটস্থ বার্জার ডিলারদের সাথে যোগাযোগ করতে পারেন ০৮০০০-১২৩৪৫৬ এই নাম্বারে।