ছুটিতে সংবাদপত্রও জরুরি সেবার আওতায়

ছুটিতে সংবাদপত্রও জরুরি সেবার আওতায়

করোনাভাইরাসের বিস্তার রোধে সরকার ঘোষিত সাধারণ ছুটিতে সংবাদপত্র ও জ্বালানিকে জরুরি সেবার আওতায় এনে আদেশ সংশোধন করেছে সরকার।

জনপ্রশাসন মন্ত্রণালয় বৃহস্পতিবার ছুটির আদেশ সংশোধন করে জরুরি সেবার আওতায় ‘সংবাদপত্র’ ও ‘জ্বালানি’ পরিসেবাকে যুক্ত করেছে।

এর আগে ৫ থেকে ৯ এপ্রিল সাধারণ ছুটি ঘোষণা করে তার সঙ্গে ১০ ও ১১ এপ্রিলের সাপ্তাহিক ছুটিও সংযুক্ত হবে জানিয়ে বুধবার আদেশ জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

ওই আদেশে বলা হয়েছিল, জরুরি পরিসেবা যেমন বিদ্যুৎ, পানি, গ্যাস, ফায়ার সার্ভিস, পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিফোন ও ইন্টারনেটের ক্ষেত্রে এ ব্যবস্থা প্রযোজ্য হবে না। কৃষিপণ্য, সার, কীটনাশক, খাদ্য শিল্প পণ্য, চিকিৎসা সরঞ্জামাদি, জরুরি ও নিত্যপ্রয়োজনীয় পণ্য পরিবহন এবং কাঁচা বাজার, খাবার, ওষুধের দোকান ও হাসপাতাল এ ছুটির আওতার বাইরে থাকবে।

বৃহস্পতিবার আদেশ সংশোধন করে সাধারণ ছুটির সময় সংবাদপত্র ও জ্বলানিকেও জরুরি পরিসেবার আওতায় আনা হয়েছে।

ছুটির সময় বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে সমন্বয় এবং প্রাপ্ত তথ্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের তিনজন করে কর্মকর্তাকে প্রতিদিন দপ্তরে এসে অফিস করতে নির্দেশনা দেওয়া হয়েছে।