কলাপাড়ায় প্রতিবেশীর দেয়াল চাপায় শিশু শিক্ষার্থীর মৃত্যু

কলাপাড়ায় প্রতিবেশীর দেয়াল চাপায়  শিশু শিক্ষার্থীর মৃত্যু

করোনা ভাইরাসের প্রাদূর্ভাবে বাড়ির সীমানায় আবদ্ধ শিশুদের সঙ্গে খেলা করার সময় প্রতিবেশীর দেয়া চাপায় লিমা আক্তার নামে  ষষ্ঠ শ্রেনীর শিক্ষার্থী মৃত্যু হয়েছে। 

 বুধবার সন্ধা সাড়ে সাতটার দিকে কলাপাড়ার পর্যটন কেন্দ্র কুয়াকাটার পাঞ্জুপাড়া গ্রামে। নিহত শিশু কুয়াকাটা বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেনীর শিক্ষার্থী। সে ওই গ্রামের আলী হোসেন মোল্লার কন্যা। 

পরিবার ও স্থানীয় সুত্রে জানা গেছে, কুয়াকাটা পৌরসভার ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ ইসমাইল খলিফার পাকের ঘরের নির্মানাধীণ দেয়ালের পাশে বসে লিমা সহ আরও দুইজন শিশু খেলছিল। এসময় হঠাৎ দেয়াল ভেঙ্গে পরে যায়। অন্যশিশুরা বেচেঁ গেলেও লিমা দেয়ালের নিচে চাপা পরে। তাৎক্ষনিক স্থানীয়রা উদ্ধার করে কুয়াকাটা ২০শয্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক লিমাকে মৃত্যু ঘোষলা করে।
এবিষয়ে সংশ্লিষ্ঠ ওয়র্ডের কাউন্সিলর আশ্রাফ আলী সিকদার জানান, সন্ধার পরে লিমাসহ আরো দুই শিশু খেলছিলো। এসময় পাকের ঘরের ওয়াল ভেঙ্গে পরে। দেয়ালের নিচে চাপাপরে ঘটনাস্থলেই লিমা মারা যায়। 

এব্যাপারে মহিপুর থানার অফিসার্স ইনচার্জ মো. মনিরুজ্জামান জানায়, এঘটনায় মহিপুর থানায় একটি  ইউডি মামলা হয়েছে।