ছোট ভাইয়ের আঘাতে বড় ভাইয়ের মৃত্যুর অভিযোগ
বরিশালের মুলাদীতে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে ছোট ভাইয়ের হামলার আঘাতে বড়ভাইয়ের মৃত্যুর অভিযোগ উঠেছে। সুরতহাল শেষে মঙ্গলবার রাতে থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে তাদের হেফাজতে নিয়েছে।
বুধবার বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়।
মুলাদী উপজেলার কাজিরচর ইউনিয়নের কোলানিয়া গ্রামে ওই হামলার ঘটনায় নিহত হন তোফেল মহলদারের (৬০)। সে ওই এলাকার মৃত ঝমঝম মহলদারের ছেলে।
স্থানীয় সূত্রে জানাগেছে জানান, তোফেলের ছেলে সন্তান না থাকায়, ছোট ভাই মালেক মহলদার তার কাছে জমি দাবি করে আসছিলো। দাবিকৃত জমি না দেয়া নিয়ে গত মঙ্গলবার সকালে দুই ভাইয়ের মধ্যে বাকবিতান্ডা হয়। একপর্যায়ে ছোট ভাই মালেক বড়ভাই তোফেলকে আঘাত দিয়ে আহত করে। এতে সে অসুস্থ হয়ে পড়লে তাকে স্থানীয়ভাবে চিকিৎসাও দেয়া হয়। তবে সন্ধ্যার দিকে তোফেল মারা যান।
মুলাদী থানার এসআই মো. আইউব সাংবাদিকদের জানান, জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে মালেক তার বড় ভাই তোফেলকে পিটিয়ে মেরে ফেলেছেন বলে জানিয়েছেন স্থানীয় চৌকিদার শহিদুল ইসলাম। মুলাদী থানার ওসি ফয়েজ উদ্দিন জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্ত রিপোর্ট ছাড়া মৃত্যুর সঠিক কারণ নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।