বরিশালে শেখ কামালের ৭১তম জন্মবার্ষিকী উপলক্ষে নানা আয়োজন

বরিশালে শেখ কামালের ৭১তম জন্মবার্ষিকী উপলক্ষে নানা আয়োজন

জাতির জনক বঙ্গববন্ধু শেখ মুজিবুর রহমানের বড় ছেলে বাংলাদেশের আধুনিক ক্রীড়া ও সংস্কৃতি আন্দোলনের অন্যতম পথিকৃৎ মুক্তিযোদ্ধা শহীদ শেখ কামালের ৭১তম জন্মবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে জেলা প্রশাসন।

বুধবার সকাল ১০ টায় শহীদ আবদুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামে শহীদ শেখ কামালের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান। 

এ সময় পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম ও বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আলমগীর হোসেন খান আলোসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। 

এদিকে দুপুর ১২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অস্বচ্ছল ও করোনা ভাইরাসের কারণে ক্ষতিগ্রস্ত সাবেক ও বর্তমান খেলোয়াড় এবং ক্রীড়া সংগঠকদের আর্থিক অনুদানের চেক বিতরণ করেন জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান। অনুষ্ঠানে অস্বচ্ছল এবং করোনোর কারণে ক্ষতিগ্রস্ত সাবেক ও বর্তমান ৪৫জন  খেলোয়াড় ও সংগঠকদের ৭ হাজার টাকা করে অনুদান প্রদান করা হয়। 

বিকেল ৩ টায় এ উপলক্ষ্যে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। এসময় বিনামূল্যে গাছের চারা বিতরণ করেন জেলা প্রশাসক।