জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস সেনাবাহিনীকে হস্তান্তর

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস সেনাবাহিনীকে মৌখিকভাবে হস্তান্তর করা হয়েছে। আগামী তিন কার্যদিবসের মধ্যে চূড়ান্ত প্রক্রিয়া সম্পন্ন করে সংশ্লিষ্ট সবাই ক্যাম্পাস পরিদর্শন করবেন বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম।
বুধবার মন্ত্রণালয়ে ইউজিসি এবং সেনা প্রতিনিধিদের সঙ্গে সভার পর এই ঘোষণা দেন তিনি।
উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের প্রথম ফেজের কাজ চলমান রয়েছে। সেনাবাহিনীর প্রতিনিধিরা ক্যাম্পাস পরিদর্শন করে কাজের অগ্রগতি পর্যালোচনা করবেন এবং একটি রোডম্যাপ তৈরি করবেন। তারা কোন কাজ কোন অবস্থায় রয়েছে সে বিষয়ে তথ্য সংগ্রহ করে সংশোধিত ডিপিপি প্রস্তুত করবেন।
তিনি আরও জানান, ক্যাম্পাসে বাণী ভবন এবং শহিদ হাবিবুর রহমান হলের স্টিল স্ট্রাকচার ভবনের নির্মাণ কাজও সেনাবাহিনী করবে। সেনা প্রতিনিধিরা এই সাইটটিও পরিদর্শন করবেন, যা বিশ্ববিদ্যালয়ের জন্য একটি উল্লেখযোগ্য সাফল্য।
এসময় শিক্ষার্থীদের শাটডাউন প্রত্যাহারের আহ্বান জানান উপাচার্য। তিনি বলেন, শিক্ষার্থীদের অবদানকে আমরা মনে রাখছি এবং সরকারের সহযোগিতা পেয়েছি। ক্যাম্পাসের শাটডাউন তুলে নেওয়া হলে সকলেই উপকৃত হবে।
মন্ত্রণালয়ের সভার রেজ্যুলিউশন দেওয়ার বিষয়ে উপাচার্য বলেন, বহুমুখী এই সভার রেজ্যুলিউশন দিতে কিছু সময় লাগবে, তবে তারা দ্রুত কাজ শুরু করবেন। সেনা প্রতিনিধিরা সম্ভবত রোববার দ্বিতীয় ক্যাম্পাস পরিদর্শনে যেতে পারেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, দ্বিতীয় ক্যাম্পাসের কাজের জন্য আমরা একটি রিভাইজড ডিপিপি (আরডিপিপি) তৈরি করব এবং প্রথম ফেজের কাজের অবশিষ্ট অংশের পাশাপাশি দ্বিতীয় ফেজের কাজও দ্রুত সম্পন্ন করব।