জনগণই জিয়াউর রহমানকে ক্ষমতায় আনে

জনগণই জিয়াউর রহমানকে ক্ষমতায় আনে

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ’৭২-’৭৫ ক্ষমতাসীন আওয়ামী লীগের দুঃশাসনের কারণে জনগণ জিয়াউর রহমানকে রাষ্ট্রক্ষমতায় বসিয়েছিল। ক্ষমতায় গিয়ে জিয়াউর রহমান মানুষের সব অধিকার ফিরিয়ে দিয়েছিলেন। 

বুধবার সন্ধ্যায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত এক ভার্চ্যুয়াল আলোচনাসভায় তিনি এসব বলেন।

মির্জা ফখরুল বলেন, স্বাধীনতার পর আওয়ামী লীগ ক্ষমতায় গিয়ে মুক্তিযোদ্ধাদের স্বপ্ন ভুলুণ্ঠিত করে এক দলীয় বাকশাল কায়েম করেছিল। তার আগে বিশেষ ক্ষমতা আইন করে সরকার বিরোধীদের ওপর বিভিন্নভাবে নিপীড়ন ও নির্যাতন চালায়। এরপর জনগণই জিয়াউর রহমানকে ক্ষমতায় আনে। 

তিনি বলেন, ওয়ান-ইলেভেনের সময় রাজনীতিবিদদের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়েছিল। এরপর আওয়ামী লীগ ক্ষমতায় গিয়ে সুপরিকল্পিতভাবে মানুষের অধিকার কেড়ে নেয়। এখন বিএনপির প্রধান কাজ মানুষের হারানো অধিকার ফিরিয়ে দেওয়া। এ জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। দলের মধ্যে ঐক্য প্রতিষ্ঠা করতে হবে।    

সভায় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, আওয়ামী লীগে যত মুক্তিযোদ্ধা আছে তার চাইতে অনেক বেশী মুক্তিযোদ্ধা বিএনপিতে আছে। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্যদের কোনো একজনকে মুক্তিযোদ্ধা হিসেবে প্রতিষ্ঠা করতে পারবে না। পদকপ্রাপ্ত কোনো মুক্তিযোদ্ধা আওয়ামী লীগে নাই। এগুলো একটি ঈর্ষা আর এই ঈর্ষার কারণে আওয়ামী লীগ শুধু বিএনপি ও জিয়াউর রহমানকে নিয়ে রাজনীতি করছে।

স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভূঁইয়া জুয়েলের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 

এ ছাড়া বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকারসহ শীর্ষ নেতৃবৃন্দ।