জনগণের সহায়তাই আমাদের প্রধান শক্তি: অতিরিক্ত পুলিশ কমিশনার

জনগণের সহায়তাই আমাদের প্রধান শক্তি: অতিরিক্ত পুলিশ কমিশনার

 

বরিশাল মেট্রোপলিটন পুলিশের কাউনিয়া থানায় "ওপেন হাউজ ডে " অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার ৭ এপ্রিল  সকাল ১১ টায় এ ওপেন হাউজ ডে " অনুষ্ঠিত হয়। ওপেন হাউজ ডে' তে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার  ক্রাইম এন্ড অপস  মো. এনামুল হক।  

এসময় প্রধান অতিথি বলেন,  জনগণের বলেই আমরা বলিয়ান। জনগণের সহায়তাই আমাদের প্রধান শক্তি। একটি সুন্দর সমাজ বিনির্মাণে আমাদের সকলকে পারস্পরিক আস্থা ও সহানুভূতিশীল হতে হবে। যার যার অবস্থান থেকে নিজেদের উপর অর্পিত দায়িত্ব আস্থা ও নিষ্ঠার সাথে পালন করতে হবে। তবেই জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণ  সম্ভব হবে।

এ সময়  উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার উত্তর  মােহাম্মদ জাকির হােসেন মজুমদার, অতিরিক্ত  উপ-পুলিশ কমিশনার   মো. ওয়ারেস হাসান, সহকারী পুলিশ কমিশনার কাউনিয়া  থানা মাে. রবিউল ইসলাম শামিম, অফিসার ইনচার্জ এ. আর রহমান মুকুল পিপিএম সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

উল্লেখ্য যে, প্রতিমাসের ৪ তারিখ বরিশাল মেট্রোপলিটন পুলিশের বন্দর থানা ,৭ তারিখ কাউনিয়া থানা , ১০ তারিখ এয়াপোর্ট থানা ও ১৩ তারিখ কোতয়ালী মডেল থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয় ।