জনসমর্থন ছাড়াই তারা ক্ষমতায় থাকতে চায়: ড. কামাল

দেশের মালিক জনগণ হলেও সরকার জনগণের সমর্থন ছাড়াই ক্ষমতায় টিকে থাকতে চায় বলে মন্তব্য করেছেন গণফোরামের সভাপতি ও জ্যেষ্ঠ আইনজীবী ড. কামাল হোসেন।
রাজধানীর জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে শনিবার নাগরিক সমাজ আয়োজিত ‘বর্তমান জাতীয় সংকট এবং সমাধানে নাগরিক ভাবনা’ শীর্ষক সেমিনারে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ড. কামাল বলেন, দেশের মালিক জনগণ। সরকার সেই জনগণের সমর্থন ছাড়া টিকে থাকতে চায়। আমাদের সচেতন হতে হবে। দেশের মালিকানা রক্ষা করতে হবে। ভোটাধিকার রক্ষা করতে হবে। সরকারের এই চাওয়া রুখতে হলে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।
সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, আমাদের সাংবাদিক ভাইদের সচেতন থাকতে হবে। কোথায় কী হচ্ছে তুলে ধরতে হবে।
আকবর আলি খান বলেন, নির্বাচন কমিশনের ওপর আমার কোনো আস্থা নেই। আর সার্চ কমিটির কোনো কাজ নেই। কারণ যাদের নির্বাচন করা হবে, তারা কোনো না কোনো রাজনৈতিক দল করেন। আবার যদি দল নাও করেন, তার পরও তাদের ওপর মানুষ আস্থা রাখবে না। বাংলাদেশে কোনো নিরপেক্ষ লোক নেই।
তিনি বলেন, কোনো কমিটি দিয়ে কাজ হবে না। সার্চ কমিটি আদৌ কোনো কাজ করছে না।
সেমিনারে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. আসিফ নজরুল, সংসদ সদস্য মোকাব্বির খান, রেজওয়ানা চৌধুরী, সুরাইয়া বেগম ও মোস্তাক আহমেদ।
পিআর/বিজি