ভোরের আলোতে ‘মিডিয়া ডেভেলপমেন্ট’ বিষয়ক কর্মশালা করিয়েছে ডিডাব্লিউ একাডেমী

ভোরের আলোতে ‘মিডিয়া ডেভেলপমেন্ট’ বিষয়ক কর্মশালা করিয়েছে ডিডাব্লিউ একাডেমী

জার্মানভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম ‘ডয়েচ ভেলে’র সহযোগী প্রতিষ্ঠান ‘ডিডাব্লিউ একাডেমি’ গণমাধ্যম উন্নয়নের অংশ হিসেবে বরিশালের আঞ্চলিক পত্রিকা ‘দৈনিক বরিশাল ভোরের আলো’র (অনলাইন ভার্সন) এর জন্য  ভোরের আলো পরিবার নিয়ে মাল্টিমিডিয়া সাংবাদিকতা এবং মিডিয়া ডেভেলপমেন্ট এর উপর  দিনব্যাপি কর্মশলা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৮ আগস্ট) বেলা ১১টা থেকে সদর রোডের ভোরের আলোর নিজ কার্যালয়ে দিনব্যাপি এ কর্মসূচি পালিত হয়।’

কর্মশালায় মাল্টিমিডিয়ার বিভিন্ন দিক নিয়ে গবেষণামূলক সেশন নেয় ডিডাব্লিউ একাডেমির প্রজেক্ট ম্যানেজার এবং ট্রেইনার ফামিম ফেরদৌস এবং ডিডাব্লিউ একাডেমির কনসালটেন্ট পিটার ত্রেসকা।

এ সময় কর্মশালায় উপস্থিত ছিলেন, ভোরের আলো পরিবারের সাইফুর রহমান মিরণ, শাহিন সুমন, তন্ময় নাথ, পিন্টু দাস, সায়ন্তনী রাখী, আসাদুজ্জামান রিপন, এনআমিন রাসেল ও সুকান্ত অপি।