লঞ্চডুবি: মরদেহ হস্তান্তর শুরু

রাজধানীর শ্যামবাজার এলাকাসংলগ্ন বুড়িগঙ্গা নদীতে প্রায় ৭০ জন যাত্রী নিয়ে একটি যাত্রীবাহী লঞ্চ ডুবে যাওয়ার ঘটনায় এখন পর্যন্ত ৩১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত মরদেহ রাজধানীর মিটফোর্ড হাসপাতালে নেয়া হয়েছে। ইতোমধ্যে হাসপাতাল থেকে এসব মরদেহ হস্তান্তর শুরু হয়েছে।
জানা গেছে, এখন পর্যন্ত নিহতদের মধ্যে পুরুষ ১৯ জন, ৮ জন নারী এবং ৪ জন শিশু রয়েছেন। এদিকে অভিযুক্ত লঞ্চটিকে আটক করা হয়েছে। তবে চালক পলাতক। অন্যদিকে ডুবে যাওয়া লঞ্চটি শনাক্ত করা হয়েছে।
তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানান ফায়ার সার্ভিসের উপ-পরিচালক হাফিজুর রহমান।
স্থানীয় সূত্রে জানা যায়, ময়ূর ২ নামের একটি লঞ্চের ধাক্কায় কমপক্ষে ৭০ যাত্রী নিয়ে মর্নিং বার্ড লঞ্চটি ডুবে যায়।
শেষ খবর পাওয়া পর্যন্ত উদ্ধারে তৎপরতা চালাচ্ছেন নৌবাহিনী ও ফায়ার সার্ভিসের সদস্যরা।