জাতির পিতার অবদানে এই মাটিতে দাঁড়িয়ে আনন্দ-উচ্ছ্বাস করতে পারছি : পানি সম্পদ প্রতিমন্ত্রী

জাতির পিতার অবদানে এই মাটিতে দাঁড়িয়ে আনন্দ-উচ্ছ্বাস করতে পারছি : পানি সম্পদ প্রতিমন্ত্রী

পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্ণেল (অব:) জাহিদ ফারুক শামীম এমপি বলেছেন, আমরা আজ যে মাটিতে দাঁড়িয়ে আনন্দ করছি, উচ্ছ্বাস করছি এটি সম্ভব হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্য। তাঁর অবদানে আমরা একটি স্বাধীন বাংলাদেশ পেয়েছি। 

রবিবার (১৩ মার্চ) সকাল ১০ টায় কলেজিয়েট মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

এ সময় মন্ত্রী আরো বলেছেন, আজ জাতির পিতার সুযোগ্য কন্যা বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। তাঁর পিতা যে স্বপ্ন দেখেছিলেন- বাংলাদেশকে সোনার বাংলা হিসেবে বিনির্মাণে সেই স্বপ্ন বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী।

এসময় মন্ত্রী বরিশালের নগরবাসীর জন্য বলেছেন, নগরের জলাবদ্ধতা নিরসনের জন্য শীঘ্রই খাল খননের কাজ শুরু হবে। এতে নগরীতে আর জলাবদ্ধতার সৃষ্টি হবে না বলে জানান মন্ত্রী।
 
অনুষ্ঠানে কলেজিয়েট মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও ২০ নং ওয়ার্ডের কাউন্সিলর, আলহাজ্ব জিয়াউর রহমান বিপ্লব এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক জসিম উদ্দিন হায়দার, সদর উপজেলার ভাইস চেয়ারম্যান এ্যাড. মাহবুবুর রহমান মধু, মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হক খান মামুন প্রমুখ।