জাতীয় ছাত্রসমাজ বরিশাল জেলা ও মহানগর শাখার যৌথ কর্মীসভা অনুষ্ঠিত

জাতীয় ছাত্রসমাজ বরিশাল জেলা ও মহানগর শাখার যৌথ কর্মীসভা অনুষ্ঠিত

জাতীয় ছাত্রসমাজ বরিশাল জেলা ও মহানগর শাখার যৌথ কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ১০ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টায় জেলা আইনজীবী সমিতির মিলনায়তনে এই কর্মী সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও অতিরিক্ত মহাসচিব মেজর (অব.) রানা মোহাম্মদ সোহেল এমপি। 

বিশেষ অতিথি ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রিয় উপদেস্টা ও বরিশাল মহানগর শাখার আহ্বায়ক অধ্যাপক মহসিন-উল ইসলাম হাবুল এবং জেলা জাতীয় পার্টির সদস্য সচিব অ্যাডভোকেট এমএ জলিল। প্রধান বক্তা ছিলেন জাতীয় পার্টি চেয়ারম্যানের উপদেষ্টা ও বরিশাল মহানগর কমিটির সদস্য সচিব প্রকৌশলী ইকবাল হোসেন তাপস। 

জেলা ছাত্রসমাজের আহ্বায়ক বাহাদুর হোসেনের সভাপতিত্বে কর্মী সভায় বক্তব্য রাখেন মহানগর ছাত্রসমাজের আহ্বায়ক হাওলাদার মো. জাহিদ সহ কেন্দ্রিয় ও স্থানীয় নেতৃবৃন্দ। 

কর্মী সভায় বাহাদুর হোসেনকে সভাপতি ও রবিউল হাসান রবিকে সাধারন সম্পাদক করে ৬১ সদস্যের জেলা ছাত্র সমাজ এবং হাওলাদার জাহিদ হোসেনকে সভাপতি ও মিরাজ হোসেনকে সাধারন সম্পাদক করে ৬১ সদস্যের মহানগর জাতীয় ছাত্রসমাজের কমিটি গঠন করা হয়।