পটুয়াখালীতে প্রধানমন্ত্রীর জন্মদিনে মহিলা শ্রমিক লীগের দোয়া-মোনাজাত

পটুয়াখালীতে প্রধানমন্ত্রীর জন্মদিনে মহিলা শ্রমিক লীগের দোয়া-মোনাজাত

পটুয়াখালীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর সুযোগ্য জৈষ্ঠ কন্যা বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি প্রধানমন্ত্রী  শেখ হাসিনার ৭৪তম জন্ম বার্ষিকী উপলক্ষে মহিলা শ্রমিক লীগের উদ্যোগে কেক কাটা হয়।

গতকাল রবিবার  (০৩  অক্টোবর) সকাল ১০টায় কলাতলা মহিলা শ্রমিক লীগ কার্যালয়গত প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও  দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়। 

দোয়া মিলাদে অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু জীবন ও তাঁর শারীরিক সুস্থতা এবং দেশ পরিচালনায় তাঁর সফলতা কামনা করে দোয়া মোনাজাত পরিচালনা করেন মহিলা শ্রমিক লীগ।

এ সময় উপস্থিত ছিলেন মহিলা শ্রমিক লীগের সভাপতি মেহেরুন নেছা, সাধারণ সম্পাদক নাসিমা জাফরসহ মহিলা শ্রমিক লীগের নেতৃবৃন্দসহ অনান্যরা।