জাতীয় পুরস্কার পেলেন বানারীপাড়ার গরিবের ডাক্তার রায়হান

জাতীয় পুরস্কার পেলেন বানারীপাড়ার গরিবের ডাক্তার রায়হান

জাতীয় পর্যায়ে পুরস্কার পেয়েছেন বরিশালের বানারীপাড়া উপজেলার গরিবের ডাক্তার খ্যাত ডা. মো. রেজাওয়ানুর আলম রায়হান। স্বাস্থ্যমন্ত্রী জাতীয় পুরস্কার ২০২০-এর ‘ অ্যাওয়ার্ড’ জিতেছেন শ্রেষ্ঠ উপজেলা ক্যাটাগরিতে বানারীপাড়া  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অফিস ক্যাটাগরিতে বাংলাদেশের ষষ্ঠ স্থান লাভ করেছন তার প্রতিষ্ঠান।

বৃহস্পতিবার (৩১ মার্চ) সকালে ঢাকার ওসমানী স্মৃতি মিলানয়তনে এই পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক এমপি।

মাঠ পর্যায়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবার মান জোরদারকরণ, মাঠ পর্যায়ে স্ব উদ্ভাবিত ডিজিটাল হাজিরা প্রবর্তন, পুষ্টি ট্রেড কার্যক্রম প্রবর্তনসহ অন্যান্য ইনোভেটিভ কার্যক্রমের স্বীকৃতিস্বরূপ স্বাস্থ্য মন্ত্রীর হাত থেকে পুরস্কার গ্রহণ করেন বানারীপাড়া উপজলো স্বাস্থ্য ও পরবিার পরকিল্পনা কমকর্তা ডা. মো. রেজাওয়ানুর আলম রায়হান ।

‘বেস্ট অ্যাওয়ার্ড’ পাওয়ার পর ডা. রেজাওয়ানুর আলম রায়হান বলেন, এই পুরস্কার পাওয়ার ফলে আমার দায়িত্ব আরও বেড়ে গেছে। এই পুরস্কার মাঠ পর্যায়ে যারা কাজ করেন তাদেরকে আরও উজ্জিবিত করবে। দিন দিন স্বাস্থ্য সেবার মান বৃদ্ধি পাচ্ছে। আর সেই সেবার মানসিকতাকে আরও বাড়িয়ে দিতে এই পুরুষ্কার উৎসাহ দিবে।

ইতোপূর্বে তিনি ‘শ্রেষ্ঠ ভ্যাকসিন বান্ধব পুরস্কার’ লাভ করেছেন।বিশ্ব স্বাস্থ্য সংস্থার স্বাস্থ্য ব্যবস্থা গঠনের ছয়টি মূলনীতিকে প্রধান কাঠামো বিবেচনায় নিয়ে স্বাস্থ্য অধিদফতরের এমআইএস কর্তৃক প্রান্তিক পর্যায়ের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, জেলা হাসপাতাল, মেডিকেল কলেজ হাসপাতাল, বিশেষায়িত এবং স্নাতকোত্তর হাসপাতালগুলো থেকে সংগৃহীত তথ্য ও উপাত্তগুলোর ভিত্তিতে প্রতি বছর এই জাতীয় পুরস্কারের আয়োজন করা হয় ।

স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানসমূহের কর্মদক্ষতা মূল্যায়ন, মর্যাদাক্রম নির্ণয় ও সেই অনুযায়ী পুরস্কার প্রদানের মাধ্যমে সবাইকে পেশাদারিত্বে উদ্বুদ্ধ করা এবং উৎসাহ দেওয়ার উদ্দেশ্যে ২০১৪ সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কারিগরি সহযোগিতায় স্বাস্থ্যসেবা বিষয়ক একটি প্রশিক্ষণ কার্যক্রম চালু করা হয়।

বাংলাদেশ সরকার ২০১৪ সাল থেকে এইচএসএস-এর মাধ্যমে স্বাস্থ্য ব্যবস্থার বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মদক্ষতা ও মর্যাদাক্রম মূল্যায়ন ও পুরস্কার প্রদানের উদ্যোগ নেয়।